TechJano

ই-পোস্ট সেবা নিতে ই-ক্যাবের সাথে চুক্তি করলো দারাজ

দেশের প্রত্যন্ত অঞ্চলে অনলাইনে ব্যবসায় সম্প্রসারণে ‘ই-পোস্ট’ সেবা গ্রহণ করেছে দারাজ। গ্রাম পর্যায়ে নিরাপদ ও দ্রুততার সঙ্গে ফরমায়েশকৃত পণ্য ক্রেতার হাতে পৌছে দিতে সোমবার (১৮ ফেব্রুয়ারি ২০১৯) ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) এর সঙ্গে এ বিষয়ে একটি সমঝোতা চুক্তি করেছে প্রতিষ্ঠানটি।

ই-ক্যাব সাধারণ সম্পাদক মোঃ আব্দুল ওয়াহেদ তমাল এবং দারাজ প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোস্তাহিদুল হক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে চুক্তিতে সই করেন। এসময় বাংলাদেশ পোস্ট অফিসের মহাপরিচালক সুশান্ত কুমার মন্ডল বলেন যে, দারাজের মত প্রতিষ্ঠিত কোম্পানির পণ্য ই-পোস্টের মাধ্যমে দেশব্যাপী পৌছে দেওয়ার উদ্যোগটি মাইলফলক হয়ে থাকবে। ই-ক্যাব সভাপতি শমী কায়সার, ই-ক্যাব পরিচালক ও সদস্যগণ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ডাকঘরের মাধ্যমে পণ্য সরবরাহের অনলাইন প্ল্যাটফর্ম ই-পোস্ট এর মাধ্যমে গ্রাহক নিজেই অনলাইনে ডেলিভারি ট্র্যাক ও মনিটর করতে পারেন। আর দেশের প্রত্যন্ত অঞ্চলেও সরকারের ডাক সেবা চালু থাকায় নিরাপদে এবং দ্রুততার সঙ্গে পণ্য পরিবহন সুবিধার পাশাপাশি ২৪ ঘন্টা সেবা পাওয়া যায়।

Exit mobile version