ইভেন্ট

ই-লার্নিং আড্ডা অনুষ্ঠিত

By Baadshah

September 08, 2018

প্রানোচ্ছল, প্রাণখোলা এক আয়োজন ছিল ৭ সেপ্টেম্বর ২০১৮। এদিন ডিজিটাল স্কিলস ফর বাংলােদেশের একদল স্বপ্ন দেখা মানুষ নতুন একটি বিষয়ে আড্ডায় মেতেছিলেন। যার নাম ই-লার্নিং আড্ডা। যথারীতি আড্ডার মধ্যমনি ছিলেন উদ্যোক্তা ও মেন্টর রাজীব আহমেদ। এ আড্ডা প্রসঙ্গে গ্রুপে রাবেয়া ইয়াসমিন লিখেছেন, এমন আড্ডা গুলোতে পরিচিত হওয়া যায় কিছু মহান মানুষের সাথে কিছু উজ্জ্বল তারকাদের সাথে। যাদের কাছ থেকে পাওয়া যায় নিজে কিছু করে দেখাবার উদ্দীপনা। এমন আড্ডায় আমি উপস্থিত থাকতে পেরে নিজেকে অনেক ভাগ্যবান মনে করছি। দেলওয়ার হোসেন লিখেছেন-আড্ডা হচ্ছে এমন একটা জায়গা যেখানে ভার্চুয়াল মানুষ গুলোকে “ছুয়ে” দেখা যায়… ফৌজিয়া লিখেছেন, ছোট ছোট শব্দমালা যেন এক একটি স্বপ্নের কথাগুলো সাজিয়ে গুছিয়ে ছড়িয়ে দিচ্ছে স্বপ্নচারীদের মাঝে। সুপ্রিয় উপস্থিতি, সবাইকে অভিনন্দন।

আড্ডায় আসতে না পেরে অধরা অরিত্রিকা আফসোস করে লিখেঝেন, ঢাকার বাহিরে থাকি ৷ইচ্ছা থাকা স্বত্তেও ই-লার্নিং আড্ডার যোগ দিতে পারিনি ৷ ঢাকায় থাকলে সমস্যা থাকলেও কোন না কোনভাবে ম্যানেজ করে ঠিক চলে আসতাম ৷ আমরা যারা আসতে পারিনি, তাদের কথা ভেবে লাইভ করলে ভালো হতো ৷ রাজীব আহমেদের ভাষ্য, ই-লার্নিং ভবিষ্যৎ। এ ক্ষেত্র আরও বাড়বে। আমাদের এ খাতে আরও এগিয়ে যেতে হবে। ই-লার্নিং কি? ইলেকট্রনিকস প্রযুক্তিনির্ভর আধুনিক শিক্ষাব্যবস্থাকে বলা হচ্ছে ইলেকট্রনিক লার্নিং বা সংক্ষেপে ই-লার্নিং। ই-লার্নিং: ঘরে বসে অনলাইনে ফ্রিল্যান্সিং কোর্স কোথায় করবেন?