ডিজিটাল যুগে অনেকেই অভিনব ইমেজ দিয়ে ঈদ শুভেচ্ছা পাঠিয়ে দেন। তবে কেউ কেউ সুন্দর কথামালা দিয়ে প্রিয় জনকে শুভেচ্ছা পাঠাতে চান। তবে সমস্যা হচ্ছে প্রিয় জনকে পাঠানোর জন্য কোনো ঈদ শুভেচ্ছা বার্তা খুঁজে পাচ্ছেন না? চিন্তার কোন কারণ নেই আপনার স্মার্টফোনে থাকা অ্যাপের মাধ্যমেই চমৎকার সব ঈদ বার্তা পাঠিয়ে দিতে পারবেন প্রিয় মানুষটিতে। তেমনি একটি অ্যাপ ‘ঈদ এসএমএস’। অ্যাপটি ব্যবহার করলে কষ্ট করে মোবাইলে শুভেচ্ছা টাইপ করতে হবে না।
এক নজরে অ্যাপটি ফিচার সমূহ:
- অ্যাপ্লিকেশনটির বাংলা, ইংরেজি এবং হিন্দি ভাষায় অনেক ঈদের বার্তা টেক্সট আকারে দেয়া রয়েছে।পছন্দমত বার্তাটি সহজেই কপি করে যে কোন জায়গায় ব্যবহার করা যাবে।
- চাইলে পছন্দের বার্তাটি প্রিয় তালিকায় যুক্ত করা যাবে অ্যাপটির মাধ্যমে।অ্যাপটির মাধ্যমে এক ক্লিকেই প্রিয় জনকে পাঠিয়ে দেয়া যাবে এসএমএস।
- এছাড়া রয়েছে অ্যাপটি থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক, টুইটার ও গুগল প্লাসে বন্ধুকে ঈদের শুভেচ্ছা বার্তা পাঠাতে পারবেন।
- ইন্টারনেট ছাড়া অফলাইনে কাজ করবে অ্যাপটি।
- গুগল প্লেস্টোরে ৪.৬ রেটিং প্রাপ্ত অ্যাপটি এই ঠিকানা থেকে বিনামূল্যে ডাউনলোড করে ব্যবহার করা যাবে।