চাঁদ দেখা কমিটির বৈঠক চলছে এখনো। রোজার ঈদের তারিখ নির্ধারণে মঙ্গলবার সন্ধ্যায় বৈঠকে বসেছে জাতীয় চাঁদ দেখা কমিটি। সারা দেশে শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করে কমিটি এবারের রোজার ঈদের তারিখ ঘোষণা করবে। সন্ধ্যা সোয়া ৭টায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মুকাররম সভাকক্ষে বৈঠকে বসার সোয়া ঘণ্টা পরেও কোনো সিদ্ধান্তে আসতে পারেনি জাতীয় চাঁদ দেখা কমিটি। এক মাস রোজার পর মঙ্গলবার চাঁদ দেখা গেলে ৫ জুন বুধবার ঈদুল ফিতর উদযাপন করবেন বাংলাদেশের ইসলাম ধর্মাবলম্বীরা। আর চাঁদ দেখা না গেলে ঈদ একদিন পিছিয়ে যাবে। শাওয়ালের চাঁদ সোমবার দেখা যাওয়ায় মঙ্গলবার ঈদুল ফিতর উদযাপন করছে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের মুসলমানরা। এবার বাংলাদেশে রোজার ঈদের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে ৪ থেকে ৬ জুন। ঈদ পিছিয়ে গেলে ছুটিও একদিন বাড়বে। তবে ৭ জুন শুক্রবার হওয়ায় সেদিন এমনিতেই সরকারি ছুটি।