দেশ

উইকিপিডিয়ার জন্য নিবন্ধ প্রতিযোগিতা শুরু

By Baadshah

February 02, 2018

শুরু হয়েছে ভাষার মাস ফেব্রুয়ারি। এই মাসে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বাংলা উইকিপিডিয়া আয়োজন করেছে দুই মাসব্যাপী নিবন্ধ প্রতিযোগিতা।‘আসুন আমার ভাষায় তুলে ধরি, আমার ভালোবাসার সবকিছু’ এই স্লোগান নিয়ে প্রতিযোগিতাটি চলবে ৩১ মার্চ পর্যন্ত।উইকিপিডিয়াতে যেকোন লগ-ইনকৃত অ্যাকাউন্ট থেকে অনুবাদ করতে হবে। পূর্বে নিবন্ধন হয়নি এমন বিষয় অনুবাদ করে নিবন্ধ করতে হবে। কোন বিষয়গুলো অনুবাদ করতে হবে তা জানা যাবে এই তালিকায়। প্রতি বছর বাংলাভাষায় তথ্যভাণ্ডার সমৃদ্ধ করতে উইকিপিডিয়া এমন একটি আয়োজন করে থাকে। গত বছর এই প্রতিযোগিতায় এক হাজার প্রতিযোগী মিলে প্রায় ছয় শতাধিক বাংলা নিবন্ধ তৈরি করেছিল উইকিপিডিয়াতে।এবার এক হাজারের অধিক প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে ।প্রতিযোগিতায় যে কেউ অংশগ্রহণ করতে পারবেন। কেউ একটি নিবন্ধ অনুবাদ করলেই উইকিমিডিয়া বাংলাদেশের পক্ষ থেকে পাবেন ডিজিটাল সার্টিফিকেট। এছাড়া যে বেশি নিবন্ধ যোগ করবেন, তিনি পাবেন আকর্ষণীয় পুরস্কার।প্রতিযোগিতায় যান্ত্রিক বা গুগল ট্রান্সলেটর-এর মত অনুবাদ কোনোক্রমেই গ্রহণযোগ্য নয়। তবে প্রত্যেক ব্যবহারকারী যত খুশি নিবন্ধ তৈরি করতে পারবেন।