TechJano

উইন্ডোজ টার্মিনাল আসছে

মাইক্রোসফট কোম্পানির সফটওয়্যার ডেভেলপারদের জন্য উইন্ডোজ টার্মিনাল নামে একটি নতুন কমান্ড লাইন অ্যাপ নির্মাণ করছে। খুব জলদিই এটি ডেভেলপাররা ব্যবহার করতে পারবেন। কোম্পানিটি ২০১৯ সালে সফটওয়্যার ডেভেলপারদের অভিজ্ঞতাকে আরও উন্নত করতে নতুন এই কমান্ড লাইন অ্যাপ নির্মাণের প্রকল্প হাতে নেয়। এই অ্যাপ ৩০ বছরের পুরনো কনসোলের বিকল্প হিসেবে কাজ করবে।

নতুন অ্যাপে ট্যাবের মধ্যে টেক্সট সার্চের সুবিধা, কাস্টম ডিফল্ট সেটিংস, ট্যাবের আকার বাড়ানো কমানো ছাড়াও আরও অনেক কন্ট্রোল পাওয়া যাবে। ডেভেলপারদের মধ্যে যারা কমান্ড প্রম্পট, পাওয়ার শেল ও উইন্ডোজ সাবসিস্টেম ফর লিনাক্স ব্যবহার করেন তাদের জন্য অ্যাপটি কার্যকর হবে।

সনাতনি সিআরটি স্টাইলের ভিজ্যুয়াল ব্যবহারের মাধ্যমে পরীক্ষা চালানো হচ্ছে অ্যাপটি। ক্যাসকেডিয়া ফন্ট, অটোফিল সাজেশন ও স্টাইলাস সাপোর্টও যোগ করা হয়েছে নতুন আপডেটে। জানা গেছে, আগামী কয়েক মাসের মধ্যেই ডেভেলপাররা অ্যাপটির ১.০ ভার্শনটি ব্যবহার করতে পারবেন।

Exit mobile version