টিপস ও টিউটোরিয়াল

উইন্ডোজ পিসির পাসওয়ার্ড ভুলে গেলে কিভাবে উদ্ধার করবেন?

By Baadshah

February 22, 2019

আমরা অনেক সময় নিজের উইন্ডোজ পিসির পাসওয়ার্ড ভুলে যাই বা কারও পিসির পাসওয়ার্ড ব্রেক করার দরকার হয়, কোথাও আইটি তে জব করতে গেলে তো হর হামেশা এই প্রবলেম পড়তে হয়।

উইন্ডোজ পিসির পাসওয়ার্ড ভুলে গেলে আপনার দরকার হবে একটা উইন্ডোজ ডিভিডি অথাবা বুটাবল একটা পেন্ড্রাইভ।

ধাপ ১: প্রথামে সিডি রোমে উইন্ডোজ ডিভিডি প্রবেশ করান অথবা বুটাবল একটা পেন্ড্রাইভ USB তে প্রবেশ করান। তারপর পিসি চালু করে বুটে প্রবেশ করুন।

ধাপ ২: এরপর সেখান থেকে Repair your Computer রে প্রবেশ করুন। সেখান থেকে অপশন আসলে একটু সময় নিয়ে চেক শেষ হলে উপরের ডায়ালগ বক্স এ NO কিল্ক রে ক্লোজ করে দিনে। পরে Load Diver ক্লিক করুন।

ধাপ ৩: ক্লিক এর পর পিসির ডেস্কটপ দেখা যাবে। সেখান থেকে C থেকে Windows থেকে system32 এই লোকেশনে যান (সাধারণত C ড্রাইভে Windows থাকে আপনার অন্য ড্রাইভে থাকলে সেখানে যান।) সেখানে Utilman নামে একটা একটা ফাইল পাবেন সেটাকে রিনেম করে old Utilman দেন।

এখানে আরও একটা ফাইলে আছে যার নাম cmd সেটাকে একটা কপি করে পেস্ট করে নিউ টাকে রিনেম করে “Utilman” এটা লিখে দেন। তারপর সব ক্লোজ করে বের হয়ে যান।

ধাপ ৪: ডিভিডি অথবা পেন্ড্রাইভ খুলে নরমাল উইন্ডোজ ওপেন করেন। পাসওয়ার্ড দেখায় বক্স আসলে সেখান থেকে বাম পাশ থেকে Command Prompt ওপেন করেন। নিচের দেখুন।

এবার এখানে পিসির উজার দেখতে লিখুন net user এবং এন্টার দিন দেখবেন আপনার ইউজার দেখবেন যেমন Administrator, virtual7

এখন লিখুন net user আপনি যে উজার পাসওয়ার্ড ব্রেক করতে চান সেটা এবং শেষে লিখুন * সাইন

লিখে এন্টার দিন পরে দেখবে Password দেয়ার অপশন এসেছে এখানে Type a password for this user: নিউ পাসওয়ার্ড দেন এন্টার দেন, কনফার্ম Retype the password to confirm: এ আবার দেন একই Password .

তারপর এন্টার দিন। The command completed successfully দেখাবে। সব কেটে দিয়ে বের হয়ে যান। পিসি রিস্টার্ট দিয়ে লগিন অপশন আসলে আপনি যে Password দিসেন সেটা দিন দেখবেন ওপেন হয়ে যাবে পিসি।