ইভেন্ট

উইমেন এম্পাওয়ারমেন্ট সামিট ২০২০ অনুষ্ঠিত হল দুইদিনব্যাপি

By Baadshah

January 19, 2020

পৃথিবীর বিভিন্ন দেশের মতো বাংলাদেশের নারীরাও এখন সময়ের সাথে এগিয়ে যাচ্ছে। সমাজের প্রতিটি সেক্টরে নারীরাও নিজেদের যোগ্যতা প্রমান করেছেন এবং নিজেদের মেলে ধরছেন সমানভাবে। ঘর এবং ঘরের বাইরে, দেশসহ দেশের বাইরে এখন নারীদের অংশগ্রহণ চোখে পড়ার মতো। নারীরা বর্তমানে সরকারি, বেসরকারি চাকরি সহ ফ্রিল্যান্সার কিংবা উদ্যোক্তা হয়ে উঠছেন।

বর্তমানে বাংলাদেশে  নারীরা নিজেদের কর্মক্ষেত্রে সফল কর্মী কিংবা উদ্যোক্তা হিসেবে নিজেদের অবস্থান শক্তিশালী করছেন। এরই ধারাবাহিকতায় নারীদের বিভিন্ন উদ্যোগে অনুপ্রাণিত করতে বাংলাদেশ ইনোভেশন ফোরামের আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেলো দিনব্যাপি  উইমেন এম্পাওয়ারমেন্ট সামিট ২০২০। অনুষ্ঠানের প্রথমদিন দিনব্যাপি সম্মেলনে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বিএফডাব্লিউই এর প্রেসিডেন্ট জনাব রোকেয়া আফজাল রাহমান। অনুষ্ঠানের শুরুতে সকাল ১০ টায় শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশ ইনোভেশন ফোরামের পরিচালক সৈয়দ মাহমুদ মুসা ।পরবর্তীতে  এই আয়োজনের নলেজ পার্টনার কোডারস ট্রাস্ট বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর আতাউল গনি ওসমানী নারীদের সফল উদ্যোক্তা হয়ে ওঠার জন্য বিভিন্ন দিক-নির্দেশনা মূলক বক্তব্য রাখেন।

উইমেন এম্পাওয়ারমেন্ট সামিট ২০২০ এর প্রথমদিন দিনব্যাপী সম্মেলনে বক্তা হিসেবে উপস্থিত  ছিলেন এলিগেন্ট ইভেন্ট সলুশন্স এর প্রতিষ্ঠাতা রাজিয়া হক কনক, ল্যাথেরিনা লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর  তাসলিমা মিজি, স্টার্টআপ বাংলাদেশের ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর কাজী হোসনে আরা, সফল নারী ফ্রিল্যান্সার আফরোজা সিদ্দিক। দিনব্যাপী সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে বক্তব্য প্রদান করেন  গোপালগঞ্জ এর জেলা প্রশাসক  শাহিদা সুলতান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লাফিফা জামাল, সফল এইচ আর স্পেশালিস্ট মারিলিন আহমেদ, চ্যানেল ২৪ এর বার্তা বিভাগের প্রধান সামিয়া রহমান।

আয়োজনের দ্বিতীয় দিনে দুইটি ভিন্ন বিষয়ে ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। সকালের সেশনে ওয়ার্কশপ অফ বিজনেস প্লানিং এবং বিকালের সেশনে ওয়ার্কশপ অফ ফান্ড রেইজিং টেকনিক অনুষ্ঠিত হয়।

বিজনেস প্লানিং এর উপর ওয়ার্কশপটি পরিচালনা করেন স্টার কম্পিউটার সিস্টেম লিমিটেড  এর প্রধান নির্বাহী রেজওয়ানা খান,। প্রশিক্ষন কর্মশালাটি সকাল ১০ টায় শুরু হয়ে দুপুর ১ টা অবধি চলে।

দ্বিতীয় সেশনে দুপুর ৩ টায় শুরু হয়ে সন্ধ্যা ৭ টা পর্যন্ত ফান্ড রেইজিং টেকনিক বিষয়ের উপর ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। কর্মশালাটি পরিচালনা করেন ম্যানেজিং ডিরেক্টর অব ইন্টারেক্টিভ আরটিফ্যাক্ট নুসরাত জাহান।

বাংলাদেশ ইনোভেশন ফোরামের আয়োজিত উইমেন এম্পাওয়ারমেন্ট সামিট ২০২০ এ নলেজ পার্টনার হিসেবে ছিলেন কোডার্সট্রাস্ট বাংলাদেশ, কো-পার্টনার হিসেবে ছিলেন ইউমেন এন্ড ই-কমার্স ফোরাম, সহযোগী হিসেবে ছিলেন বাংলাদেশ ফেডারেশন অব ওমেন এন্টারপ্রেনার্স, বাংলাদেশ ওমেন ইন টেকনলোজি, সহোযোগীতায় ছিল এলিগেন্ট ইভেন্ট সল্যুইশন ও গৃহবধূ, ব্রডকাস্ট পার্টনার লাইভ টু ওয়েব ও ই- টিকেট পার্টনার ই-সফট।