TechJano

উদ্ভাবনী কম্পিউটার প্রযুক্তি নিয়ে এসারের প্রদশর্নী

নিজেদের অনন্য উদ্ভাবনীর বিভিন্ন পণ্য প্রদর্শনী করেছে তাইওয়ান ভিত্তিক কম্পিউটার প্রযুক্তি কোম্পানি এসার।

সোমবার সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তজার্তিক সম্মেলন কেন্দ্রের কার্নিভাল হলে অনুষ্ঠিত এই প্রদর্শনীতে ভবিষ্যত কম্পিউটার প্রযুক্তিগতি-প্রকৃতি সম্পর্কে ও ধারণা দেয় কোম্পানিটি।

‘টুমোরো’স ইনোভেশন টুডে’ শিরোনামের ওই ‍অনুষ্ঠানে বক্তব্য রাখেন এসার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের সিনিয়র প্রোডাক্ট ম্যানেজার আনান্দ আগারওয়াল ও স্মার্ট টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ইসলাম।

এই আয়োজনে এসার ট্রাভেল মেট ল্যাপটপ, গেইমিংয়ে প্রিডেটর সিরিজের ল্যাপটপ, এসার মনিটর, এসার এল টোস সার্ভার, ভার্চুয়াল পিসিজি রোক্লাইন্ট, ডেস্কটপ ও প্রজেক্টর প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে এসার বাংলাদেশের কর্মাশিয়াল বিজনেস ম্যানেজার কাজী কামাল উদ্দিন জানান, সরকারের নীতি-নির্ধারণী পর্যায় সহ কর্মাশিয়াল পর্যায়ে এসারের নতুন নতুন উদ্ভাবন ও ভবিষ্যত প্রযুক্তিরপরিকল্পনার কথা জানাতেইএই প্রদর্শনী ও অনুষ্ঠান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশে প্রায় দশ বছরের বেশি সময় ধরেকাজ করে যাচ্ছে এসার। এখানে ব্যবসা বাড়াতে নতুন উদ্যোগও নেয়াহচ্ছে।

Exit mobile version