প্রযুক্তি খবর

উবারের চালকবিহীন গাড়ির এখনো বুদ্ধি হয়নি

By Baadshah

March 20, 2018

গাড়িতে চালক নেই, চলবে কৃত্রিম বুদ্ধিমত্তায়। কিন্তু সে বুদ্ধি এখনো উন্নত হয়নি। ফলে মানুষের ওপরেই আস্থা রাখতে হবে আপাতত। অ্যারিজোনায় উবারের চালকবিহীন গাড়ি এক পথচারীকে ধাক্কা দিয়েছে এতে তার মৃত্যু হয়। রোববার রাতে এই দুর্ঘটনা ঘটে।পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সময় উবারের গাড়িটি ৪০ কিলোমিটার বেগে চলছিলো। সামনে মানুষ থাকলেও গাড়িটি গতি কমায়নি। নিহত পথচারীর নাম ইলাইন হার্জবার্গ। ধারণা করা হচ্ছে, ৪৯ বছর বয়সী এই নারী গৃহহীন ছিলেন। দুর্ঘটনার পরে তাকে হাসপাতালে নেওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়।পুলিশ এক বিবৃতিতে জানায়, সংঘর্ষের সময় গাড়িটি অটোনোমাস (স্বয়ংক্রিয়) মোডে থাকলেও তা নিয়ন্ত্রণ করছিলেন একজন নিরাপত্তা চালক। তার নাম রাফায়েল ভাসকুইজ। উবার প্রধান দারা খোশরুশাহী এক টুইট বার্তায় এ ঘটনাকে অত্যন্ত দুঃখজনক বলে উল্লেখ করেছেন। উবার জানিয়েছে, দুর্ঘটনার পর তারা অ্যারিজোনা, পিটাসবার্গ, সানফ্রানসিসকো, টরেন্টোতে স্বয়ংক্রিয় গাড়ির পরীক্ষা-নিরীক্ষা চালানো বন্ধ রেখেছে। গত বছর মে মাসেও একটি স্বয়ংক্রিয় ভলভো গাড়ি দুর্ঘটনায় পড়লেও স্বয়ংক্রিয় গাড়ি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালানো বন্ধ রাখে উবার। শুধু উবার নয়, জেনারেল মোটরস, টেসলা, ওয়াইমোর মতো বড় বড় গাড়ি নির্মাতা কোম্পানিগুলোও স্বয়ংক্রিয় গাড়ির উন্নতি ঘটাতে বিশাল অংকের টাকা বিনিয়োগ করেছে। যুক্তরাষ্ট্রে অনেক প্রদেশই নিজেদের রাস্তায় এই কোম্পানিগুলোকে স্বয়ংক্রিয় চালানোর অনুমতি দিয়েছে। কিন্তু গাড়িগুলো চলাচলের উপযোগী হওয়ার আগেই তা রাস্তায় নামানোতে দেখা দিয়েছে শঙ্কা। এখন উপায়? প্রযুক্তি উদ্ভাবন বন্ধ থাকবে না হয়তো, কিন্তু এখনো অনেক পথ বাকি।