উবার আর মাটিতে না, আকাশে উড়তে চায়। প্ল্যান করছে উড়ুক্কু ট্যাক্সি সেবার দেওয়ার।ঘর থেকে বের হয়ে যেমন ‘এই রিকশা’ বলে ডাক দেওয়া যায়, আকাশের দিকে তাকিয়ে তো আর ‘ভাই, যাবেন নাকি’ বলে হাঁক দেওয়া যায় না। আকাশচারী যানের ওঠানামার জন্য দরকার বিশেষায়িত বন্দর। আর উবার তা ভালো করেই জানে। তাদের ভবিষ্যতের উড়ুক্কু ট্যাক্সির জন্য তেমন বন্দর তৈরির উদ্যোগ নিয়েছে এখন থেকেই। নাম দিয়েছে ‘স্কাইপোর্ট’। এখন যেমন উবারের অ্যাপে ট্যাক্সি ডাকা যায়, বছর কয়েক পরেই স্কাইপোর্টে গিয়ে ডাকা যাবে উড়ুক্কু ট্যাক্সি।