আপনি কি উবারে চড়েন? তাহলে নিশ্চয় কিছু না কিছু হারিয়েছেন? আপনার কি বেশি হারায়? ব্যাগ না মোবাইল? উবার এ নিয়ে একটি তালিকা প্রকাশ করেছে। উবারের দ্বিতীয়বারের মতো প্রকাশতি লস্ট অ্যান্ড ফাউন্ড ইনডেক্সে উঠে এসছেে ঢাকাবাসীর ভুলে ফেলে আসা জনিসিপত্রের নাম। প্রায়শই ঢাকাবাসীরা উবারের গাড়িতে জিনিসপত্র ভুলে রেখে যান, যার কারণে এবছর বাংলাদেশও এই তালিকায় স্থান পেয়েছে। তালিকায় এশিয়া প্যাসিফিক অঞ্চলের মধ্যে দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান ১১তম এবং নগর হিসেবে ঢাকার অবস্থান ৩৬তম। প্রত্যেক সপ্তাহে হাজার হাজার মানুষ তাদের চাবি, চার্জার, মানিব্যাগসহ আরও বিভিন্ন ধরনের জিনিসপত্র ভুলে গাড়িতে রেখে যান। যাত্রীরা প্রায়শই যেসব জিনিসপত্র ভুলে রেখে যান তার উপর ভিত্তি করেই উবার লস্ট অ্যান্ড ফাউন্ড ইনডেক্সটি তৈরি করা হয়েছে। এছাড়াও এই তালিকার মাধ্যমে প্রকাশ পায় কোন শহরের মানুষের ভুলে যাওয়ার প্রবণতা সবচেয়ে বেশি এবং জিনিসপত্র ভুলে রেখে যাওয়ার প্রবণতা কোন দিন বেশি থাকে । বেশির ভাগ সময় ঢাকাবাসী উবারে যে ১০টি জিনিস ভুলে রেখে যায় ১। মোবাইল ফোন ২। ব্যাগ ৩। মানিব্যাগ ৪। আইডি/লাইসেন্স/পাসপোর্ট ৫। চশমা ৬। কাপড় ৭। ছাতা ৮। চাবি/কী কার্ড/তালা ৯। টাকা ১০। বোতল
ঢাকাবাসীর উবারে ভুলে রেখে যাওয়া ১০টি অনন্য জিনিসপত্র ১। গলদা চিংড়ি ২। ২টি ব্যাডমিন্টন র্যাউকেট ৩। বিড়ালের হার্নেস ৪। টাই এবং পকেট স্কয়ারে ভর্তি একটি উপহার বাক্স ৫। সোনার চেইন ৬। মোবাইলের চার্জার ৭। ঔষধ ও প্রেসক্রিপশন ৮। সিগার ৯। এক ক্যান স্টারবাক্স কফির ১০। লোশনের বোতল