ফিচার

উবার ইন্টারসিটিতে ঈদে বাড়ি ফেরা হোক ঝামেলামুক্ত

By Baadshah

July 08, 2022

ঈদ-উল-আযহার আর মাত্র কয়েকদিন বাকি আছে। ঘরমুখী মানুষের স্রোত দেখা দেবে সব জায়গায়। এই যাত্রার প্রস্তুতির মধ্যে সবচেয়ে দুশ্চিন্তার বিষয় হলো বাড়ি যাওয়ার জন্য যানবাহনের ব্যবস্থা করা। বাস বা অন্য যানবাহনের টিকেটের জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকেও অনেককেই ফিরতে হয় নিরাশ হয়ে। এই ঈদে বাড়িতে যাওয়ার সময় এমন ঝামেলা থেকে নিজেকে মুক্ত রাখতে আপনি বেছে নিতে পারেন সাশ্রয়ী, সুবিধাজনক ও নিরাপদ উবার ইন্টারসিটি। একটি বাটনের মাধ্যমেই আপনি পাচ্ছেন কম খরচে শহরের বাইরে যাওয়ার নির্ভরযোগ্য একটি মাধ্যম। ঢাকা থেকে যাত্রা শুরু করে দেশের ৮টি বিভাগের প্রতিটিতে, দিন-রাতের যেকোনো সময় আপনাকে সেবা দিতে উবার ইন্টারসিটি প্রস্তুত। একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ইসমাইল প্রতি ঈদে পুরো পরিবার নিয়ে বাড়ি যান। আগে টিকেট পাওয়া নিয়ে তাকে অনেক সমস্যায় পড়তে হতো। কিন্তু এখন তার ভরসা উবার ইন্টারসিটি। তার মতে, নিরাপদ ও সুবিধাজনক উপায়ে বাড়ি পৌঁছাতে এই সার্ভিসের বিকল্প নেই। “পরিবারের সাথে শহরের বাইরে যাওয়া এখন খুবই সহজ। এক্ষেত্রে নিজের গাড়ি থাকাটাও আর জরুরি নয়। দীর্ঘ ট্রিপের জন্য উবার ইন্টারসিটি চমৎকার!” কোভিড সংক্রমণের উর্দ্ধগতির কারণে স্বাস্থ্যঝুঁকি নিয়েও অনেকে চিন্তিত। প্রতি ট্রিপের আগে ও পরে গাড়ি জীবাণুমুক্ত করা, চালক ও যাত্রী সবাই সবসময় মাস্ক পরে থাকা—এ ধরনের স্বাস্থ্যবিধি উবারে কঠোরভাবে মেনে চলা হয়। তাই উবার ব্যবহার করে গতানুগতিক যানবাহনের তুলনায় নিশ্চিন্তে চলাচল করা যায়। নিরাপত্তা ও বিশ্বস্ততার সাথে ভ্রমণ করতে উবার অনন্য। তাই উবার বেছে নিন, ভ্রমণ করুন নিশ্চিন্তে।