প্রযুক্তি খবর

উবার চালকদের জন্য দুর্ঘটনায় ক্ষতিপূরণ ও পিতৃত্বকালীন ছুটির ব্যবস্থা হচ্ছে

By Baadshah

May 24, 2018

আমেরিকা ভিত্তিক অনলাইন পরিবহন নেটওয়ার্ক কোম্পানি উবার এবার ইউরোপীয় চালকদের জন্য বিশেষ কিছু সুবিধার ব্যাবস্থা করছে। এখন থেকে অসুস্থ হলে সহায়তা, কাজে যেকোনো দুর্ঘটনায় ক্ষতিপূরণ এবং পিতৃত্বকালীন ছুটি দেবে রাইড শেয়ারিং অ্যাপ উবার। উবার বলছে, তারা চালকদের জন্য নতুন যেসব সুবিধা নিয়ে আসছে তার মধ্যে এর বাইরেও রয়েছে সাহসিকতার পুরস্কার দেবার ব্যবস্থা।

উবারের ভাষ্য, পূর্বে যে পরিমাণ প্রবৃদ্ধি তারা করেছে সেখানে চালকদের জন্য যথেষ্ট কিছু করা হয়নি। তাই নতুন এই সুবিধাগুলো দেবে সিলিকনভ্যালি ভিত্তিক প্রতিষ্ঠানটি।এর আগে আমরা চালকদের পার্টনারদের ডেকেছি, কিন্তু এবারের মতো অন্যবার এতোটা সাড়া পাইনি বলে জানান উবার প্রধান নির্বাহী দারা খসরুশাহী। এই ইনস্যুরেন্স সুবিধা ইউরোপের উবার চালক এবং উবার খাবার ডেলিভারি কাজে যুক্ত সবার জন্য দেবে উবার। উল্লেখ্য, এপ্রিল ২০১৭ সাল থেকে উবার দেশটিতে অসুস্থতা এবং আহত হলে তার ইনস্যুরেন্সের ব্যবস্থা করে আসছে।

তথ্যসূত্র:বিবিসি