নতুন পন্য

উড়ন্ত ট্রেন! স্টেশনে থেমে গন্তব্যে পৌঁছবে যাত্রী!(ভিডিও)

By Baadshah

July 20, 2018

না চোখে ভুল দেখেননি, নতুন উদ্ভাবনে রেল এবং উড়ানযাত্রার সুবিধা একসঙ্গে পেতে চলেছেন যাত্রীরা৷ সম্প্রতি, আক্কা টেকনোলজি সামনে এনেছে সংস্থার ‘লিংক & ফ্লাই’ এয়ারক্রাফ্ট ডিজাইনটি৷ যেটি আকাশ পথে উড়ানের পরিষেবা দেওয়ার সঙ্গে সঙ্গেই ট্রেনের ন্যায় প্রত্যেক স্টেশনে থেমে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছবে যাত্রীদের৷

নতুন ‘লিংক & ফ্লাই’ ধারণাটির জন্য ইতিমধ্যেই সেরার পুরষ্কারে সন্মানিত করা হয়েছে আক্কা টেকনোলজিকে৷ উদ্ভাবনটির মাধ্যমে সংস্থা নামি-দামি সংস্থাগুলির দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে৷

বুলমবার্গের রিপোর্ট জানাচ্ছে, ‘লিংক & ফ্লাই’ কনসেপ্টটি পুরোপুরিভাবে সফল হয়নি৷ কিন্তু, বিভিন্ন ধরণের গঠনকারী উপাদানগুলি বিমানযাত্রাকে আরও বেশি উন্নত করবে বলে মনে করা হচ্ছে৷

এয়ারক্রাফ্টটি সর্বোচ্চ ৩৯,৮০০ ফিট উপরে ওড়ার ক্ষমতা রাখছে৷ যেটির স্পিড থাকছে প্রতি ঘন্টায় ৬০০ মাইল৷ ক্রাফ্টটির দৈর্ঘ্য থাকছে ৩৩.৮ মিটার৷ চলতি সপ্তাহের প্রথমদিকে জবি এভিয়েসনের ‘ফ্লায়িং ট্যাক্সি’ এবং ‘কিটি হক’ নতুন ধারণা থেকে আয় করেছে দুই মিলিয়ন ডলার৷