ইভেন্ট

এইচপি ল্যাপটপ কিনলেই আমেরিকা যাওয়ার সুযোগ দিচ্ছে স্মার্ট

By Baadshah

April 10, 2019

৯ এপ্রিল রাজধানী একটি অডিটোরিয়ামে বৈশাখী সংবাদ সম্মেলন আয়োজন করেছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিঃ। উক্ত সম্মেলনের মাধ্যমে এইচপি ল্যাপটপের সাথে বিশেষ বৈশাখী অফার ঘোষনা করেছে প্রতিষ্ঠানটি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্মার্ট টেকনোলজিস (বিডি) লিঃ এর চ্যানেল বিজনেস ডিরেক্টর জাফর আহমেদ এবং চ্যানেল সেলস ডিরেক্টর মুজাহিদ আল বেরুনী সুজন।

অনুষ্ঠানে জানানো হয়, বৈশাখী অফারের আওতায় এইচপি ল্যাপটপ কিনে স্ক্র্যাচকার্ড ঘষে ক্রেতাগন পেতে পারেন ঢাকা-নিউইয়র্ক-ঢাকা এয়ার টিকেট, ঢাকা-ব্যাংকক-ঢাকা এয়ার টিকেট, ঢাকা-কলকাতা-ঢাকা এয়ার টিকেট, হাত ঘড়ি, সানগ্লাস, ছাতা, পেন ড্রাইভ সহ নিশ্চিত উপহার। অফারটি আগামী ২৩ এপ্রিল পর্যন্ত স্টক থাকা সাপেক্ষে চলবে।