খেয়াল করেছেন ফেসবুক কি করেছে? নিউজফিডে গিয়ে দেখতে পারেন। ফেসবুক নিউজফিডে নিউজ নাই! সব গায়েব করেছে ফেসবুক। এখন ফেসবুক নিউজফিডে আপনার ফেসবুক বন্ধু, আত্মীয়দের পোস্টে ভরা। । অবশ্য যারা টাকা দিয়ে স্পন্সর পোস্ট দিচ্ছে তাদের গুলো বহাল তবিয়তে আছে। ফেসবুকের এখন এক কথা-ফেল কড়ি মাখ তেল। টাকা না দিলে পোস্ট রিচ নাই, পেজগুলোর ভ্যালু নাই। কেন এমন করল ফেসবুক? কারণ-বিভিন্ন মিডিয়া পেজের পোস্ট দেখে প্রলুব্ধ হয়ে তাতে ক্লিক করে ফেসবুকের বাইরে চলে যায় ব্যবহার কারী। এতে ফেসবুকে ব্যবহারকারীর থাকার সময়টা কমে। অন্য পোস্ট কম দেখে। আর ভুয়া, ফেক নিউজ, স্প্যামের তো ছড়াছড়ি। এসব নিয়ে জাকারবার্গকে নানা সমালোচনা সইতে হচ্ছিল। বিশেষ করে মার্কিন নির্বাচনে ট্রাম্পের জয়ের পর থেকে। জাকারবার্গ ২০১৮ সালে ফেসবুক ফিক্স করার ব্রত নিয়ে প্রথম কোপটা দিয়েছেন নিউজফিডে পেজগুলোর ওপর। তাই অনেকের মাথায় হাত। কেউ কেউ বলছেন একি করল ফেসবুক!