TechJano

এক নজরে জেনে নিই ১ মিনিটে কী হতে পারে ইন্টারনেটে?

এক মিনিটে কী কী হতে পারে ইন্টারনেটে ভেবেছেন কখনো? প্রত্যেক মিনিটে আমাদের জীবনে পরিবর্তন আসছে। শুধু মিনিটে কেনও, প্রতি সেকেন্ডেই বিশ্বজুড়ে ঘটে যাচ্ছে একের পর এক পরিবর্তন।  এক মিনিটে ঘটতে পারে অনেক কিছু। মানুষ নিজেদের নানান কথা, তথ্য, আবেগ একে অপরের সঙ্গে ইন্টারনেটের মাধ্যমেই শেয়ার করে।  আর সেই পরিবর্তনের ৯০ শতাংশ অংশেই এখন জুড়ে রয়েছে ইন্টারনেট।ফলে এটার হিসাব রাখাটাও কষ্টকর যে, মানুষ তাহলে কী পরিমাণ স্মৃতি, ধারণা, অভিজ্ঞতা ও আবেগ ইন্টারনেটের মাধ্যমে প্রতিদিন শেয়ার করছে। এখানে প্রতি মিনিটে কয়েক বিলিয়ন বাইট তথ্য ‘ট্রান্সফার’ হয়।  ইন্টারনেটে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে প্রতি ১ মিনিটে কী কী হতে পারে চলুন জেনে নিই-

তথ্যসূত্র : ইন্টারনেট

Exit mobile version