বিবিধ

এক লাখ ইউটিউব সাবসক্রাইবার পেরিয়ে ঢাকা লাইভ

By Baadshah

March 23, 2018

দেশের জনপ্রিয় ইনফোটেইমেন্ট ইউটিউব চ্যানেল ঢাকা লাইভের সাবসক্রাইবার সংখ্যা এক লাখ পেরিয়ে গেছে। এই চ্যানেলটিতে দুর্দান্ত সব ভিডিও, ফান, লাইভ শো, শর্টফিল্মসহ সবার ভালোলাগার দারুণ ভিডিও আছে। বর্তমানে ঢাকা লাইভ চ্যানেলটিতে ২০০ এর বেশি ভিডিও আছে। এর মধ্যে গুগল অ্যাসিসট্যান্ট ইন ঢাকা কিংবা ভ্যালেনটাইনস ডে উপলক্ষে বিশেষ ভিডিও ফিল্ম রয়েছে।

ঢাকা লাইভের প্রতিষ্ঠাতা মফিজুর রহমান টিপু জানান, ঢাকা লাইভকে দেশের সবচেয়ে জনপ্রিয় ইনফোটেইনমেন্ট পোর্টাল করতে কাজ করে যাচ্ছি। আমাদের সঙ্গে যে দর্শকেরা যুক্ত হয়েছেন তাদের অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি। আমরা সবার জন্য দুর্দান্ত কিছু উপহার দিতে কাজ করে যাচ্ছি। আমাদের সঙ্গে থাকুন। আমাদের আগামীর লক্ষ্য ৫ লাখ সাবসক্রাইবারকে ঢাকা লাইভে যুক্ত করা। মফিজুর রহমান জানান, আমরা মানসম্পন্ন কনটেন্ট তৈরি, মানুষকে সঠিক তথ্য দেওয়ার পাশাপাশি হালকা বিনোদন দিতে চেষ্টা করি। ইতিমধ্যে প্রায় ৮০ লাখ ঘন্টার বেশি ভিডিও দেখা হয়েছে ঢাকা লাইভে। মফিজুর রহমান আরও জানান, মানুষকে বিভিন্ন বিষয়ে সচেতন করতেও ঢাকা লাইভ কাজ করে যাচ্ছে। এটি এমন এক চ্যানেল যাতে আপনি সবকিছুই পাবেন। আপনার মন ভরিয়ে দিতে আমরা চেষ্টার ত্রুটি করব না। আমাদের সঙ্গে থাকুন, সাবসক্রাইব করুন আমাদের চ্যানেলটি। চ্যানেলের লিংক হচ্ছে https://youtube.com/dhakalivetv