করপোরেট

এক হাজার বসত বাড়িতে বিনামূল্যে বিদ্যুৎ সেবা দিচ্ছে ইডটকো বাংলাদেশ

By Baadshah

November 28, 2018

বাংলাদেশে সমন্বিত টেলিযোগাযোগ অবকাঠামো সেবাদাতা প্রতিষ্ঠান ইডটকো বাংলাদেশ, সম্প্রতি তাদের ‘টাওয়ার টু কমিউনিটি’ প্রকল্পের আওতায় এক হাজার ঘরে বিনামূল্যে বিদ্যুৎ সেবা প্রদানের মাইলফলক স্পর্শ করেছে। ইডটকো’র করপোরেট স্যোশাল রেসপন্সিবিলিটি-(সিএসআর) উদ্যোগের অংশ হিসেবে ২০১৬ সালে এই প্রকল্পটি চালু হয়।

ইডটকো বাংলাদেশ বর্তমানে নিঝুম দ্বীপ, শিবপুর, নাজিরপুর ও কুয়াকাটাসহ দেশের ২৬ টি স্থানে স্কুল, মসজিদসহ মোট এক হাজার পরিবারে বিনামূল্যে বিদ্যুৎ সেবা প্রদান করছে।

‘টাওয়ার টু কমিউনিটি’ প্রকল্পটি বাস্তবায়নের মধ্য দিয়ে প্রকল্প অঞ্চলের মানুষগুলোর বিদ্যুতের দৈনন্দিন চাহিদা পূরণ করার করে আসছে। জাতীয় গ্রিড থেকে বিদ্যুতের সুবিধাবঞ্চিত মানুষদের জন্য এই প্রকল্পটি আশার আলো হয়ে দেখা দিয়েছে। এই প্রকল্পের অন্তর্গত এলাকার মানুষেরা এখন টাওয়ার টু কমিউনিটি প্রকল্প থেকে বিনামূল্যে প্রাপ্ত বিদ্যুৎ ব্যবহার করে পানির পাম্পের সাহায্যে বিশুদ্ধ ও পরিষ্কার খাবার পানি পাচ্ছেন। এছাড়াও এই প্রকল্প থেকে প্রাপ্তবিদ্যুত দিয়ে স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা নির্বিঘ্নে পড়াশুনা করতে পারছে, অভিভাবকেরা গৃহস্থালির দৈনন্দিন কাজ সম্পদন করতে পারছেন।

এই প্রসঙ্গে ইডটকো বাংলাদেশ-এর কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর রাহুল চৌধুরি বলেন, বিশ্বমানের টেলিকমিউনিকেশন সেবা প্রদান করার পাশাপাশি, আমরা সামাজিক উন্নয়ন এবং টেকসই পরিবেশ নিয়েও আমরা সচেতন। এ লক্ষ্যে আমরা দেশের প্রত্যন্তঅঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছি। এক হাজার পরিবারে বিনামূল্যে বিদ্যুৎ সেবা পৌঁছে দিতে পারা সেই সদিচ্ছারই একটি নিদর্শন।

ইডটকো বাংলাদেশ ২০১৩ সাল থেকে দেশের টাওয়ার অবকাঠামো শিল্পের অগ্রভাগে রয়েছে। এসব সেবার মধ্যে রয়েছে টাওয়ার লিজিং, কো-লোকেশন, বিল্ড টু স্যুট, এনার্জি ম্যানেজমেন্ট, ট্রান্সমিশন ও অপারেশন্স এন্ড মেইনটেনেন্সসহ এন্ড টু এন্ড সল্যুশন সেবা। ইডটকো বাংলাদেশ সম্প্রতি বিটিআরসি (বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগ্যুলেটরি কমিশন) কর্তৃক টাওয়ার শেয়ারিং লাইসেন্সপ্রাপ্ত হয়েছে।