ইনস্টাগ্রামে এবার আসছে এক ঘণ্টার ভিডিও পোস্ট করার সুবিধা। এরই মাধ্যমে ফিচারটি চালুর জন্য কাজও শুরু করেছে ছবি বিনিময়ের অ্যাপটি। তবে ইনস্টাগ্রামের মূল ফিডে না আলাদা কোনো বিভাগে ফিচারটি যুক্ত হবে সে বিষয়ে কোনো তথ্য জানা যায়নি।
বর্তমানে ইনস্টাগ্রাম স্টোরিজে ১৫ সেকেন্ড দৈর্ঘ্যের ভিডিও আপলোড করা যায়। তবে মূল ফিডে এক মিনিটের ভিডিও দেওয়ার সুযোগ রয়েছে।
ইনস্টাগ্রাম কাজে লাগিয়ে বর্তমানে সর্বোচ্চ এক মিনিটের ভিডিও বন্ধুদের কাছে পাঠানো যায়।
গবেষণা প্রতিষ্ঠান ইন্টারেক্টিভ বিজ্ঞাপন ব্যুরো জানিয়েছে, দিন দিন ভিডিও দেখা ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। গত পাঁচ বছরে যুক্তরাষ্ট্রে ভিডিও দেখা ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে ২৭ মিলিয়ন বা ২ দশমিক ৭ কোটি।
তথ্যসূত্র : মেইল অনলাইন