প্রযুক্তি গল্প

এখন দেশের সবখানে রেজিস্ট্রোর সেবা

By Baadshah

February 14, 2020

ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে ভূমিকা রাখতে ডোমেইন রেজিস্ট্রেশন সহ অন্যান্য আইটি সেবা সমূহ সহজলভ্য করতে দেশের সবখানে নিজেদের সেবা প্রদানের ব্যাপ্তি ছড়াচ্ছে দেশের প্রথম ও একমাত্র আইক্যান (ওঈঅঘঘ) অ্যাক্রেডিটেড ডোমেইন রেজিস্ট্রার ইনোভেডিয়াস প্রাইভেট লিমিটেড (রেজিস্ট্রো)। তাদের এই পদক্ষেপে সহযোগী হয়েছে এক্সেস টু ইনফরমেশন (ধ২র) এর একশপ।

গত ৯ ফেব্রæয়ারি রাজধানীর কারওয়ানবাজারস্থ বিডিবিএল ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এই ঘোষণা দেন ইনোভেডিয়াস প্রাইভেট লিমিটেড ও একশপের কর্মকর্তারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এটুআইয়ের হেড অব রুরাল ই-কমার্স রেজওয়ানুল হক জামি, একশপের হেড অফ টেকনোলজি সোহেল রানা, এটুআইয়ের ইয়াং প্রফেশনাল শায়েলা কাদের, ইনোভেডিয়াস প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান ইমন, ইনোভেডিয়াস প্রাইভেট লিমিটেডের অপারেশনস ম্যানেজার শেখ আরাফাত উদ্দিন রিমনসহ দুই প্রতিষ্ঠানের শীর্ষ স্থানীয় কর্মকর্তারা।

এই যৌথ পদক্ষেপ সম্পর্কে একশপের হেড অব রুরাল ই-কমার্স রেজওয়ানুল হক জামি বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে আমাদের এই পদক্ষেপ একটি মাইলফলক হয়ে থাকবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। রেজিস্ট্রোর সঙ্গে মিলে একশপ তার ই-কমার্সের পাশাপাশি আরো সহজে ও সুলভে দেশের প্রত্যন্ত অঞ্চলে ডোমেইনসহ অন্যান্য ডিজিটাল সেবা সমূহ পৌঁছে দেবে।’

ইনোভেডিয়াস প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান ইমন বলেন, ‘এটুআইয়ের প্রতিষ্ঠান একশপকে আমাদের পাশে পেয়ে আমরা যারপরনাই আনন্দিত ও গর্বিত। আমরা আশা করছি আমাদের এই যৌথ প্রচেষ্টা দেশের সর্বত্র টেকনোলজির ব্যবহার ও উপযোগীতা পৌঁছে দেয়ার মাধ্যমে দেশকে একটি ডিজিটাল বাংলাদেশ গঠনের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে সক্ষম হবে।’

একইসঙ্গে একশপের হেড অফ টেকনোলজি সোহেল রানা বলেন, ‘একশপে আমরা দেশের প্রত্যন্ত অঞ্চলে ই-কমার্স ও প্রযুক্তির প্রসার ঘটিয়ে, প্রত্যন্ত অঞ্চল সমূহের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছি এবং এই যাত্রায় রেজিস্ট্রো আমাদের সাথে যুক্ত হওয়ার ফলে আমরা ডোমেইনসহ আরো নানাবিধ প্রযুক্তি সেবাসমূহ দেশের প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দিতে পারব এবং একইসঙ্গে দেশের প্রত্যন্ত অঞ্চল সমূহে এই সব প্রযুক্তি সেবাসমূহ ওই সব অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে যাতে ভূমিকা রাখতে পারে সেদিকটাও নিশ্চিত করতে প্রচেষ্টা রাখব।’

উল্লেখ্য, বর্তমানে দেশজুড়ে ছড়িয়ে থাকা ইউনিয়ন ডিজিটাল সেন্টার, পৌরসভা ডিজিটাল সেন্টার, সিটি কর্পোরেশন ডিজিটাল সেন্টার, পোস্ট অফিস ডিজিটাল সেন্টার, পার্টনার ডিজিটাল সেন্টার, মাইক্রো ডিজিটাল সেন্টারসহ প্রায় ৬ হাজার ডিজিটাল সেন্টারের সবগুলোতেই এখন থেকে একশপের মাধ্যমে রেজিস্ট্রো ডোমেইন রেজিস্ট্রেশন সেবাসহ অন্যান্য ডিজিটাল সেবাসমূহ পাওয়া যাবে।