TechJano

এখন দেশে উৎপাদিত হচ্ছে কম্পিউটারে র‌্যাম

২০১৮ সাল হতেই দুই স্তরের মাদারবোর্ড বানানো শুরু করে ওয়ালটন। এর কয়েক মাস পরে যোগ হয় মাল্টি লেয়ার মাদারবোর্ড। এবার র‌্যান্ডম অ্যাকসেস মেমোরি বা র‌্যাম বানাতে শুরু করেছে দেশীয় এই কোম্পানি। উৎপাদিত র‌্যাম নিজস্ব কম্পিউটারে ব্যবহার করা ছাড়াও অন্যান্য কোম্পানির কাছে বিক্রি করবে ওয়ালটন।

২০১৮ সাল হতেই দুই স্তরের মাদারবোর্ড বানানো শুরু করে ওয়ালটন। এর কয়েক মাস পরে যোগ হয় মাল্টি লেয়ার মাদারবোর্ড। এবার র‌্যান্ডম অ্যাকসেস মেমোরি বা র‌্যাম বানাতে শুরু করেছে দেশীয় এই কোম্পানি। উৎপাদিত র‌্যাম নিজস্ব কম্পিউটারে ব্যবহার করা ছাড়াও অন্যান্য কোম্পানির কাছে বিক্রি করবে ওয়ালটন।

ওয়ালটন কর্তৃপক্ষ জানায় ভবিষ্যতে এই যন্ত্রাংশ রপ্তানিও করবে তারা।

২০১৭ সালের অক্টোবরে দেশে প্রথম মোবাইল হ্যান্ডসেট সংযোজন কারখানার যাত্রা শুরু করে ওয়ালটন। ২০১৮ সালের জানুয়ারিতে দেশে প্রথম কম্পিউটার কারখানাও চালু করে দেশীয় এই কোম্পানিটি।

জানা গেছে, প্রাথমিকভাবে ৩ মডেলের ডিডিআর ফোর র‌্যাম বাজারে ছাড়া হয়েছে। প্রতিটি র্যামই ৪ গিগাবাইটের। এর মধ্যে ২ মডেলের র‌্যাম ডেক্সটপ কম্পিউটারের জন্য। দাম ২,৩০০ এবং ২,৪০০ টাকা। অন্য মডেলের র‌্যামটি ল্যাপটপ বা নোটবুকের জন্য। এর দাম মাত্র ২,২০০ টাকা। সব মডেলের ওয়ালটন র‌্যামে ২ বছরের ওয়ারেন্টি মিলবে।

এছাড়া বাজারে ওয়ালটনের ৪ মডেলের মেমোরি কার্ড আছে। যার ধারণক্ষমতা ১৬ গিগাবাইট থেকে ১২৮ গিগাবাইট পর্যন্ত। দাম মাত্র ৩৫০ টাকা থেকে ১,৬৯০ টাকা। খুব শিগগিরই ওয়ালটনের প্রযুক্তিপণ্য সম্ভারে নতুন যোগ হচ্ছে ওয়াইফাই রাউটার।

বর্তমানে বাজারে রয়েছে প্রিলুড, প্যাশন, ট্যামারিন্ড, কেরোন্ডা ও ওয়াক্সজ্যাম্বু সিরিজের ২৩ মডেলের ল্যাপটপ, ১৩ মডেলের ডেক্সটপ এবং ৪ মডেলের মনিটর। কম্পিউটার এক্সেসরিজে রয়েছে বিভিন্ন মডেলের গেমিং এবং স্ট্যান্ডার্ড কিবোর্ড ও মাউস, পেন ড্রাইভ এবং ইয়ারফোন।

Exit mobile version