করপোরেট

এজাইল বাংলাদেশ সিম্পোজিয়াম সম্পন্ন

By Editor

April 28, 2019

ফোডিল ইন্টারন্যাশনাল একাডেমীর বিজয় মিলনায়তনে দেশে দ্বিতীয়বারের মতো এজাইল বাংলাদেশ সিম্পোজিয়াম-২০১৯ সম্পন্ন হয়েছে।

শনিবার দিনব্যাপী ড্যাফোডিল ইন্টারন্যাশনাল একাডেমির বিজয় মিলনায়তনে এ সিম্পোজিয়ামের আয়োজন করা হয়।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল একাডেমি ডিজিটাল বাংলাদেশের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে Software Development Methodology “Agile” এর উপর এ সিম্পোজিয়াম আয়োজন করা হয়।

সিম্পোজিয়াম ড্যাফোডিল পরিবারের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর। এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান প্রফেসর ড. তৈৗহিদ ভূইয়া উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তার বলেন, বর্তমান যুগে সফটওয়্যার ডেভেলপমেন্টের ক্ষেত্রে এজাইল একটা অত্যন্ত কার্যকর ও জনপ্রিয় মেথডোলজি। এজাইল মেথডোলজির উপর ডিসকভারিং এজাইল, এজাইল ডিপ ডাইভ, এজাইল লিডারশীপ, এজাইল ইন অন আই.ও.টি প্রজেক্ট, এজাইল গেইমিফিকেশন, এজাইল ডিমেষ্টিফাইড ও প্লেনারি সেশনসহ এ ধরনের ওয়ার্কশপ/সেমিনার গুলো প্রয়োজনীয়তা রাখে।

সিম্পোজিয়ামে শতাধিক সফটওয়্যার ডেভেলপার, টেষ্টার, ডিজাইনার, আর্কিটেকচার, টিম লিডার, প্রজেক্ট ম্যানেজার, সিইও, সিটিও, সিওও, এক্সিকিউটিভ, একাডেমিক এবং গবেষকবৃন্দ অংশ নিয়েছেন।