ট্রেন্ডিং

এটাই কি নতুন আইফোন?

By Baadshah

August 31, 2018

আসছে নতুন আইফোন। নতুন আইফোন ঘিরে ভাসছে নানা গুঞ্জন। নাইন টু ম্যাক ওয়াবসাইটে নতুন ৫.৮ ইঞ্চি ও সাড়ে ছয় ইঞ্চি ডিসপ্লের আইফোন এক্স এস এর ছবি প্রকাশিত হয়েছে।

১২ সেপ্টেম্বর অনুষ্ঠান উপলক্ষে আমন্ত্রণ পাঠাতে শুরু করছেে অ্যাপল। স্টিভ জবস থিয়েটারে টিম কুক ঘোষণা দিতে পারেন তিনটি মডেলের নতুন আইফোন। অ্যাপল ওয়াচ সিরিজ ৪ এর ঘোষণাও আসতে পারে।

নতুন আইফোনে থাকবে ওএলইডি ডিসপ্লে। নাইন টু ম্যাক ওয়াবসাইটে এই ছবি প্রকাশ পেয়েছে। এই ওয়েবসাইটে নতুন ৫.৮ ইঞ্চি ও সাড়ে ছয় ইঞ্চি ডিসপ্লের আইফোন এক্স এস এর ছবি প্রকাশিত হয়েছে।

নতুন সোনালী রঙে এই দুটি ফোন দেখা গেছে।

তবে এই রিপোর্টে কম দামের ছয় দশমিক এক ইঞ্চি এলসিডি ডিসপ্লের আইফোন এর ছবি দেখা যায়নি। এই রিপোর্টে জানানো হয়েছে সেপ্টেম্বর মাসেই আইফোন এক্স এসের বিক্রি শুরু হবে। নতুন আইফোনের দাম এক হাজার ডলারের নিচে হবে।