ক্যারিয়ার

এনটিআরসির গণবিজ্ঞপ্তি প্রকাশ

By Sajia Afrin

December 22, 2022

এনটিআরসির গণবিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে।  বেসরকারি শিক্ষক হতে আগ্রহীদের সুখবর। তারা দীর্ঘদিন এর অপেক্ষায় ছিলেন।

এমপিওভুক্ত স্কুল-কলেজ ও সমমানের প্রায় ৭০_হাজার শূন্যপদের বিশাল সার্কুলার প্রকাশিত হয়েছে।

আবেদন শুরু ২৯.১২.২০২২ এবং শেষ ২৯.০১.২০২৩।

এবার ইনডেক্স ধারীরা সীমিত আবেদন করতে পারছেন৷ কারও যদি স্কুলে বা মাদরাসায় ইনডেক্স হয়ে থাকে তবে তিনি আর এখানে আবেদন করতে পারবেন না। কিন্তু কলেজের সার্টিফিকেট থাকলে কলেজে আবেদন করতে পারবেন। একইভাবে কলেজের ইনডেক্স ধারীরা চাইলে স্কুলে আসতে পারবেন।

বিজ্ঞপ্তিতে লক্ষ্যনীয়, ভবিষ্যতে বদলির সুবিধার কথা বলা হয়েছে।

এ ছাড়া পুলিশ ভেরিফিকেশন হবে।

তথ্য গোপন করে এপ্লাই করা যাবে না। ৪০ টা চয়েস দিতে পারবেন। প্রতিটি ১০০ টাকা।

ডিটেইলস