শাওমি ভক্তদের জন্য সুখবর। আগামী বছর আসছে শাওমির ভাঁজ করা স্মার্টফোন। প্রযুক্তি বিশ্লেষকেরা বলছেন, আগামী বছর থেকে নমনীয় ডিসপ্লে বা ভাঁজ করা স্মার্টফোন বাজারে পাওয়া যাবে। আর এ ফোনের ক্ষেত্রে বাজারে নেতৃত্ব দেবে শাওমি। সবার আগে শাওমি আর অপো ভাঁজ করা স্মার্টফোন বাজারে আনতে পারে। এক্ষত্রেে ভাঁজ করা ডিসপ্লে সরবারহ করতে পারে স্যামসাং। স্যামসাং চাইছে, ভাঁজ করা স্মার্টফোন বাজারে আনার আগে এ ফোনের বাজার তৈরি হোক। তাই শাওমি আর অপোকে নমনীয় ডিসপ্লে বিক্রি করছে। বাজার বড় হলে তারপর তারা মাঠে নামবে। শাওমি সব সময় কম খরচে নতুন প্রযুক্তিতে আগ্রহী। শাওমি এ সুযোগ গ্রহণ করতে পারে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছরে শাওমি ভাঁজ করা স্মার্টফোন আনতে পারে। অবশ্য শাওমি কর্তৃপক্ষ এ বিষয়ে এখনো মুখ খোলেনি। ইটিএন নিউজের প্রতিবেদনে বলা হয়, আগামী বছর ১ মিলিয়ন flexible OLEDs ডিসপ্লে সরবরাহ করবে স্যামসাং। ওই ডিসপ্লে আর কোয়ালকমের উন্নত প্রসেসর দিয়ে তৈরি হবে নতুন শাওমি ফ্ল্যাগশিপ। দাম? শাওমি ক্রেতাদের হাতের নাগালেই রাখবে।