নতুন পন্য

এবার এলো বিএমডব্লিউর সবচেয়ে ছোট দুই মোটরসাইকেল

By Baadshah

July 28, 2018

অবশেষে বিএমডব্লিউ জি ৩০১আর এবং বিএমডব্লিউ জি১০জিএস মোটরসাইকেল দুটি লঞ্চ করল বিএমডব্লিউ । বুধবার ভারতে এই বাইকদুটি লঞ্চ করেছে বিএমডব্লিউ। ২ দশমিক ৯৯ লক্ষ টাকা থেকে এই বাইকের দাম শুরু হবে। আয়তনে কোম্পানির সবথেকে ছোট দুটি বাইক বিএমডব্লিউ জি৩০১আর এবং বিএমডব্লিউ জি১০জিএস।

বিএমডব্লিউ জি৩০১আর একটি স্ট্রিটফাইটার বাইক, অন্যদিকে বিএমডাব্লু জি১০জিএস একটি এন্ট্রি লেভেল অ্যাডভেঞ্চার বাইক। বেঙ্গালুরুর কাছে হসুরে টিভিএস এর কারখানায় এই বাইক তৈরী হয়। ইতিমধ্যেই এই কারখানায় তৈরী বাইক সারা পৃথিবীতে রপ্তানি করে জি৩০১আর।

২০১৬ সালে অটো এক্সপোতে প্রথম বিএমডব্লিউ জি৩০১আর বাইকটি দেখানো হয়েছিল। এর সাথেই ভারতে বিএমডব্লিউ জি১০জিএস লঞ্চের প্রতিশ্রুতি দিয়েছিল বিএমডব্লিউ।

দুটি বাইকেই ৩১৩ সিসি সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুলড ইঞ্জিন থাকবে। এই ইঞ্জিনে ৩৪ bhp শক্তি আর ২৮ এনএম টর্ক পাওয়া যাবে। দুটি বাইকেই একই ৬ স্পিড গিয়ারবক্স ও চ্যাসিস ব্যবহার হয়েছে। সর্বোচ্চ ১৪৫ কিমি/ঘন্টা গতিতে ছুটতে পারবে বিএমডব্লিউ জি৩০১আর। অন্যদিকে বিএমডব্লিউ জি১০জিএস এর সর্বোচ্চ গতি ১৪৩ কিমি প্রতি ঘন্টা।