TechJano

এবার ফোর্বসের তালিকায় আয়মান সাদিক

বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির তালিকায় নয়, এশিয়া ও এশিয়া প্যাসিফিক অঞ্চলের তরুণ সামাজিক উদ্যোক্তা ক্যাটাগরিতে ফোর্বস ম্যাগাজিনের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের তরুণ আয়মান সাদিক। ফোর্বস ম্যাগাজিন এশিয়ার ২৪টি দেশ থেকে কয়েক হাজার তরুণের মধ্যে থেকে ৩০ বছরের নীচের ৩০ তরুণকে বেছে নিয়েছে। তৃতীয়বারের মতো করা তালিকায় ১০ ক্যাটাগরিতে ৩০০ জনকে স্থান দেয়া হয়েছে। ফোর্বসের সেই তালিকায় স্থান করে নিয়েছেন দেশে তথ্যপ্রযুক্তিকে কাজে লাগিয়ে অনলাইন শিক্ষার প্লাটফর্ম টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী আয়মান সাদিক।
তালিকায় সবার উপরে রয়েছেন নেপালের এক তরুণী।টেন মিনিট স্কুলে বিভিন্ন বিষয়ের উপর কয়েকশ ভিডিও টিউটোরিয়াল রয়েছে। এছাড়াও ভিডিও ক্লাস এবং লাইভ ক্লাস নেওয়া হয় যেখানে প্রতিটি ক্লাসে দেশ এবং দেশের বাইরে থেকে কয়েক লাখ তরুণ শিক্ষার্থীরা যোগ দেন।ফোর্বসের করা ওই তালিকায় প্রথমবারের মতো এশিয়ার দেশ হিসেবে আজারবাইজান এবং উত্তর কোরিয়াকে যুক্ত করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েট ২৬ বছর বয়েসী আয়মান সাদিক চলতি বছরে কুইন্স ইয়াং লিডার অ্যাওয়ার্ড, এশিয়া প্যাসিফিক আইসিটি অ্যালায়েন্স বা অ্যাপিকটা অ্যাওয়ার্ড জিতেছেন।

Exit mobile version