লক্ষ্যমাত্রার তুলনায় আয় বেশি করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বা বিটিআরসি। গত ২০১৬-১৭ অর্থ বছরে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি আয় করেছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি। এই সময়ে বিটিআরসির আয়ের লক্ষ্যমাত্রা ছিল ৪ হাজার ৬০ কোটি টাকা। কিন্তু বিটিআরসি আয় করেছে আরও ৬ কোটি টাকা বেশি। ফলে বিটিআরসির আয়ের পরিমাণ দাঁড়িয়েছে ৪ হাজার ৬৬ কোটি টাকায়।
যদিও লক্ষ্যমাত্রা ও আয়ে ২০১৫-১৬ অর্থবছরের তুলনায় এটি কম। বছরটিতে ৪ হাজার একশত ৮১ কোটি ১০ লাখ টাকার লক্ষ্যমাত্রার বিপরীতে আয় হয়েছিল ৪ হাজার দুইশত ৭ কেটি ৯৪ লাখ। হিসাব অনুয়ায়ী ওই বছরেও আয়ের লক্ষ্যমাত্রা ছাড়িয়েছিল সংস্থাটি। তবে তারও আগে ২০১৪-১৫ অর্থবছরে লক্ষ্যমাত্রার ধারে কাছেও যেতে পারেনি তারা। ওই বছর ৭ হাজার কোটি টাকা আয়ের লক্ষ্যমাত্রার বিপরীতে সংগ্রহ হয়েছিল মাত্র ৪ হাজার দুইশত ১৯ কোটি ১৯ লাখ টাকা।
আন্তর্জাতিক কল, মোবাইল কল থেকে আয়ের ভাগ, স্পেক্ট্রাম ফি, টেলিকম লাইসেন্স ফি, রাজস্ব ভাগাভাগি, বিলম্ব ফি, স্যাটেলাইট টেলিভিশনের ডাউনলিংক চার্জসহ এ ধরনের আরও কিছু খাত থেকেই মূলত বিটিআরসি আয় করে থাকে।
২০১৬-১৭ অর্থবছরে আয়ের খাতগুলোর মধ্যে রয়েছে, লাইসেন্স ফি ১৯৪ কোটি ৯ লাখ টাকা, রেভিনিউ শেয়ারিং ২ হাজার ৬৪৮ কোটি ৯০ লাখ, স্পেকট্রাম চার্জ ৯৪৯ কোটি ২৫ লাখ, লাইসেন্স এক্যুইজিশন ফি ৯৬ কোটি ৭২ লাখ, অ্যাপ্লিকেশন ও মূল্যায়ন ফি ২১ লাখ, প্রশাসনিক ও অবৈধ অপারেশনজনিত জরিমান ৪৮ লাখ, বিলম্ব ফি ৪৪ কোটি ৮৭ লাখ, মার্জার ফি ৯০ কোটি এবং অন্যান্য আয় ৮১ কোটি ৯৬ লাখ টাকা।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বা বিটিআরসির ২০১৬-১৭ বার্ষিক প্রতিবেদনে এই আয়ের হিসাব তুলে দেয়া হয়েছে। যদিও টেলিযোগাযোগ আইন অনুসারে বছর শেষে চার মাসের মধ্যে বার্ষিক প্রতিবেদন সংসদে তোলার কথা, তবে এবার দীর্ঘ নয় মাস পর সংসদে উঠছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বা বিটিআরসির ২০১৬-১৭ বার্ষিক প্রতিবেদন।