ই-কমার্স

এলআইসিটি প্রজেক্টের অর্থায়নে ই-কমার্স উদ্যোক্তাদের প্রশিক্ষণ

By Baadshah

September 09, 2018

আইসিটি বিভাগের এলআইসিটি প্রজেক্টের অর্থায়নে আবার শুরু হচ্ছে ই-কমার্স উদ্যোক্তাদের প্রশিক্ষণ। প্রশিক্ষণটির আয়োজন করছে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এবং তত্ত্বাবধায়নে থাকছে ঢাকা ইউনিভার্সিটির প্রজেক্ট মানেজমেন্ট এন্ড ইনফর্মেশন সিস্টেম ডিপার্টমেন্ট। এই কর্মসূচির আওতায় ২০০ জন ই-ক্যাবের সদস্যকে প্রশিক্ষণ প্রদান করা হবে। এ বিষয়ে গতকাল শনিবার একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়। এক ফেসবুক মন্তব্যে জানান আবদুল ওয়াহেদ তমাল।