বিশ্বখ্যাত এলগাটো ব্রান্ডের ক্যাম লিংক ৪কে লাইভ স্ট্রিমিং ডিভাইস বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিঃ। আপনার ভিডিও কনটেন্টকে ভিজুয়ালি চিত্তাকর্ষক করতে চাইলে একটি ক্যাম লিংক ৪কে লাইভ স্ট্রিমিং ডিভাইস আপনার ডিএসএলআর, ক্যামকর্ডার কিংবা অ্যাকশন ক্যামেরা আপনার কম্পিউটারের সাথে যুক্ত করুন। শট সেট আপ করার পর বাকি কাজ টুকু ক্যাম লিংক ৪কে নিজে নিজেই করবে। প্লাগ এন্ড প্রডিউস: আপনার ক্যামেরা এবং ক্যামলিংক ৪কে লাইভ স্ট্রিমিং ডিভাইস আপনার ডিভাইসে সংযুক্ত করার পর বেশিরভাগ জনপ্রিয় অ্যাপসেই আপনার ওয়েব ক্যাম হিসেবে আপনার ডিএসএলআর, ক্যামকর্ডার কিংবা অ্যাকশন ক্যামেরা ব্যবহার করতে পারবেন। এর মাধ্যমে ৬০ ফ্রেম পার সেকেন্ড স্পীডে ১০৮০পি রেজুলুশন এবং ৩০ ফ্রেম পার সেকেন্ড স্পীডে ৪কে রেজুল্যুশন এর প্রফেশনাল স্ট্রীমিং সম্ভব। ক্যাপচার ডিভাইসটিতে আল্ট্রা লো লেটেন্সি টেকনোলজি থাকায় যেকোন জনপ্রিয় প্ল্যাটফর্মে কাজ করা অনেক সহজতর হয়। কর্মপ্রবাহ সহজীকরন: ক্যাম লিংক ৪কে লাইভ স্ট্রিমিং ডিভাইস ব্যবহারের মাধ্যমে মেমোরি কার্ড ব্যবহারের প্রয়োজন হবে না। ফলে ফাইল ট্রান্সফারের সময় ও ঝামেলা দুটোই হ্রাস পাবে। ডিভাইসটি ব্যবহারের কারনে, আপনার ক্যামেরায় শুট করা ফাইল সরাসরি আপনার কম্পিউটারের হার্ডডিস্কে জমা হবে। তাছাড়াও শুটিংয়ের সময় সরাসরি কম্পিউটারের বড় স্ক্রীনে দৃশ্যগুলো দেখতে পারার কারনে ভূলভ্রান্তিগুলো দ্রুত ধরা যায়। দুই বছরের বিক্রয়োত্তর সেবা সহ মূল্য ১১,০০০ টাকা। বিস্তারিত: ০১৭৫৫৬০৬২৮৯।