করপোরেট

এলজির নতুন মনিটর, দাম ৬ হাজার ৫০০ টাকা

By Baadshah

February 26, 2018

গ্লোবাল ব্র্যান্ড বাজারে নিয়ে এলো আকর্ষণীয় ফিচার সমৃদ্ধ এলজির নতুন মনিটর ১৯এম ৩৮এ। ইন্দোনেশিয়ায় প্রস্তুতকৃত এই মনিটরটির স্ক্রিন সাইজ ১৮.৫ ইঞ্চি । টিএন প্যানেল ১৩৬৬ী৭৬৮ রেজুলেশন সমৃদ্ধ মনিটরটির এস্পেক্ট রেশিও ১৬:৭। সিঙ্গেল ইনপুট ও জ্যাক লোকেশন সমৃদ্ধ মনিটরটির ব্রাইটনেস ২০০সিডি/এম২ এবং ভিউইং এঙ্গেল ৯০/৬৫। এছাড়াও মনিটরটিতে আরও রয়েছে কালার উইকনেস, স্ক্রিন স্পিলিট যা কাজের প্রয়োজন অনুসারে ডিসপ্লেকে বিভক্ত করতে সক্ষম। মনিটরটির অ্যাডভান্সড প্রযুক্তি দিচ্ছে ১৪ টি অপশন সহ ৪ ধরনের পিকচার-ইন-পিকচার বা পিআইপি সুবিধা। পিআইপি মোড ব্যবহার করে মেইন স্ক্রিনেই একই সাথে একের অধিক কাজ করা সম্ভব। অন স্ক্রিন কন্ট্রোল দিবে স্ক্রিন কনফিগারেশন মডিফাই করার সুবিধা শুধুমাত্র কয়েকটি ক্লিকের মাধ্যমে। ডিসপ্লে প্রিসেট আপশনটির দ্বারা নির্দিষ্ট সফটওয়্যার এ পিকচার মোড কাস্টোমাইজড করা যাবে। এক বার পিকচার মোড প্রিসেট করলেই প্রতিবার অটোমেটিকলি সিলেক্টেড মোডটি অ্যাপ্লাইড হয়ে যাবে। দীর্ঘ সময় ধরে মনিটর এর দিকে তাকিয়ে থেকে কাজ করা, গেম খেলা বা সিনেমা দেখার ফলে ফ্লিকার এর কারণে মানসিক অবসাদ এবং চোখের সমস্যা দেখা দেয়। নতুন এই মনিটরটিতে ফ্লিকার সেফ এবং রিডার মুড থাকায় এটি ক্ষতিকর ব্লু লাইট থেকে চোখের প্রতিরক্ষা করবে। মনিটরটিতে আরও আছে কালার গেমুট, ১৬.৭এম কালার ডেপথ, মেগা কন্ট্রাষ্ট রেশিও, ৫এমএস রিসপন্স টাইম, অ্যান্টি গ্লেয়ার সার্ফেস ট্রিটমেন্ট, অটো রেজুলেশন, কি-লক, পাওয়ার কোর্ড অপশন, স্মার্ট এনার্জি সেভিং এবং ওয়াল মাউন্ট এর মত বিশেষ ফিচারসমুহ। মনিটরটির মূল্য ৬ হাজার ৫০০ টাকা।