TechJano

এলিফ্যান্ট রোড কম্পিউটার ব্যবসায়ী কল্যাণ সমিতি কার্যনির্বাহী পরিষদের উৎসব মুখর ভোট

এলিফ্যান্ট রোড কম্পিউটার ব্যবসায়ী কল্যাণ সমিতি (ইসিএস) ২০২১-২০২২ মেয়াদকালের কার্যনির্বাহী পরিষদের (ইসি) নির্বাচনের ভোটগ্রহণ উৎসব মুখর পরিবেশে গতকাল রোববার ২৭ ডিসেম্বর ইসিএসের প্রধান কার্যালয়ে (৯৫ সিটি সুপার মার্কেট -৫ম তলা, নিউ এলিফ্যান্ট রোড) ভোটগ্রহণ হয়েছে। ইসিএসের ২০২১-২০২২ মেয়াদকালের কার্যনির্বাহী পরিষদের (ইসি) নির্বাচনে ১১টি পদে মোট ১৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এবারের নির্বাচনে মোট ৪৯১ ভোটারের মধ্যে ভোট দেন ৪৩০ জন; তার মধ্যে বাতিল ভোট ২৩ টি এবং বৈধ ভোট ৪০৭ টি।

এলিফ্যান্ট রোড কম্পিউটার ব্যবসায়ী কল্যাণ সমিতি (ইসিএস) ২০২১-২০২২ মেয়াদকালের কার্যনির্বাহী পরিষদের (ইসি) নির্বাচনে সভাপতি হলেন- টেক হিলের জনাব মোঃ মোস্তাফিজুর রহমান তুহিন (বিনা প্রতিদ্বন্দ্বিতায়); সহ-সভাপতি সাউথ বাংলা কম্পিউটার্সের জনাব কামরুজ্জামান ভূঁইয়া (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) ; সাধারণ সম্পাদক হলেন- মাইক্রোসান সিস্টেমের জনাব এস এম ওয়াহিদুজ্জামান, (২৮৪ ভোট পেয়ে জয়ী)। যুগ্ম সাধারণ সম্পাদক টেকনো প্যালেসের জনাব শেখ মাঈনউদ্দিন মজুমদার (সোহাগ);(২৪৬ ভোট পেয়ে জয়ী) । কোষাধ্যক্ষ এ এম কম্পিউটারের জনাব মো. মাহফুজুল আলম; (৩০৮ ভোট পেয়ে জয়ী)। তথ্য ও প্রযুক্তি সম্পাদক তানভীর কম্পিউটারের জনাব মো. তানজিল; (২৭০ ভোট পেয়ে জয়ী) প্রচার, প্রকাশনা ও জনসংযোগ সম্পাদক সিনথিয়া কম্পিউটার অ্যান্ড ইনফরমেশনের জনাব মো. রাসেল মিয়া;(২০৮ ভোট পেয়ে জয়ী)। সাংস্কৃতিক ও সমাজ কল্যাণ সম্পাদক; সিম্ফোটেক কম্পিউটারের জনাব নাজিম আহমেদ; (২৫২ ভোট পেয়ে জয়ী)।

৩টি নির্বাহী সদস্য পদে একক প্রার্থী থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। তারা হলেন-কম্পিউটার আর্কাইভস আইটি সার্ভিসেস অ্যান্ড সলিউশনের জনাব মোঃ কামাল হোসেন, কম্পিউটার ওয়ার্ল্ড কমিউনিকেশনের জনাব নাসির আহমেদ এবং থ্রি স্টার ট্রেডিংয়ের জনাব মো. মনু মিয়া।

এলিফ্যান্ট রোড কম্পিউটার ব্যবসায়ী কল্যাণ সমিতি (ইসিএস) ২০২১-২০২২ মেয়াদকালের কার্যনির্বাহী পরিষদের (ইসি) নির্বাচনে; নির্বাচন বোর্ডের চেয়ারম্যান ছিলেন কম্পিউটার সোর্স মেশিন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব আছাব উল্লাহ্ খান জুয়েল এবং নির্বাচন বোর্ডের সদস্যদ্বয় হলেন জনাব এম এইচ নেটকমের স্বত্বাধিকারী মোহাম্মদ জাহিদুল হোসেন (আবিদ) ও সাইবার রিলেশনের স্বত্বাধিকারী জনাব সাজেদুল হক শাহিন।

Exit mobile version