TechJano

এলো ত্রিমাত্রিক এক্সরে! রোগ নির্ণয়ে বিজ্ঞান এগুলো আরেক ধাপ

আর নয় সাদাকালো বা দ্বিমাত্রিক এক্সরে। এবার ত্রিমাত্রিক রঙিন এক্সরে উদ্ভাবন করলেন বিজ্ঞানীরা। এই এক্সরের ফলে দেহের অভ্যন্তরীণ অংশের ছবি আরও স্পষ্ট ও নির্ভুলভাবে দেখা যাবে বলে দাবি করেছেন বিজ্ঞানীরা।

এ উদ্ভাবনে চিকিৎসা বিজ্ঞানে রোগ নির্ণয়ের পদ্ধতিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেলেন গবেষকরা। ইউরোপিয়ান অর্গানাইজেশন ফর নিউক্লিয়ার রিসার্চের (সার্ন) গবেষকরা ২০ বছরের গবেষণার পর অবশেষে রঙিন এক্সরে উদ্ভাবনে সফলতা অর্জন করেন। মূলত পার্টিকল ট্র্যাকিং টেকনোলজিকে কাজে লাগিয়ে এ আবিষ্কার করেছেন সার্নের বিজ্ঞানীরা। সার্নের গবেষক দলের প্রধান ফিল বাটলারের দাবি, আর কোনো যন্ত্রই এত নির্ভুল ছবি তুলবে না।

তিনি বলেন, এই বিশেষ রঙিন এক্সরে দেহের অস্থি, তরুণাস্থি ও পেশিগুলোকে আরও স্পষ্ট করে তুলে আঘাতের সঠিক উৎপাদনস্থল ও তার অবস্থা নির্ণয়ে সক্ষম হবে। শুধু তাই নয়, এর মাধ্যমে টিউমারের উপস্থিতিও শনাক্ত করা যাবে।

চিকিৎসকরা বলছেন, এক্সরে-তে সাদাকালো ছবি ওঠায় অনেক সময়ই শরীরের ভেতরের প্রদাহ, রক্তজমা বা অস্বাভাবিক কোনো রঙ আমাদের চোখে ধরা পড়ত না। রঙিন এক্সরে প্লেট হলে রোগ নির্ণয়ে অনেকটাই সুবিধা হবে।’

Exit mobile version