টেক ফ্যাশন

এল হাতে দেওয়া স্মার্টফোন, দাম ৪০ হাজার টাকা

By Baadshah

September 04, 2018

চীনের কোম্পানি জেডটিইর সাব ব্র্যান্ড নুবিয়া বিশ্বের প্রথম ওয়্যারেবল স্মার্টফোন উন্মোচন করেছে। বার্লিনে অনুষ্ঠিত আইএফএ ইভেন্টে নুবিয়া আলফা নামের স্মার্টফোনটি প্রদর্শন করা হয়। এতে রয়েছে ফ্লেক্সিবল ওএলইডি ডিসপ্লে প্রযুক্তি। ডিভাইসটির মাইক্রোফোন ও হোম বাটনের পাশে একটি ক্যামেরাও আছে।ডিভাইসটির পেছনে আছে চার্জিং পিন ও হার্ট রেট সেন্সর। এতে মেটাল স্ট্র্যাপও আছে যা কালো ও সোনালি রঙে পাওয়া যাবে। তবে এখন পর্যন্ত ডিভাইসটির দাম ও অন্যান্য ফিচার সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। এই ওয়্যারেবল স্মার্টফোনটির সঙ্গে আরও একটি নতুন ফোন উন্মোচন করেছে নুবিয়া। ফোনটির মডেল নুবিয়া রেড ম্যাজিক।এতে আছে ৬ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে, যার রেজুলেশন ১০৮০*২১৬০ পিক্সেল। নচবিহীন ফোনটিতে আছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৩৫ প্রসেসর। ফোনটির একটি সংস্করণে পাওয়া যাবে ৬ জিবি র‍্যাম ও ৬৪ জিবি স্টোরেজ। অন্য সংস্করণে পাওয়া যাবে ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ। অপারেটিং সিস্টেমে থাকবে অ্যান্ড্রয়েড ৮ ওরিও। স্মার্টফোনটির পেছনে রয়েছে ২৪ মেগাপিক্সেলের সিঙ্গেল ক্যামেরা। সামনে রয়েছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা।ব্যাকআপের জন্য স্মার্টফোনটিতে আছে ৩৮০০ এমএএইচ ব্যাটারি। ফাস্ট চার্জিংয়ের জন্য আছে নিউপাওয়ার ৩.০। ফোনটির দাম ধরা হয়েছে ৪১ হাজার ৬৬৪ টাকা।