করপোরেট

এশিয়ার সেরা নিয়োগকর্তা পুরস্কার পেলো আমরা কোম্পানিজ

By Baadshah

August 07, 2018

বাংলাদেশের অন্যতম প্রযুক্তি প্রতিষ্ঠান ‘আমরা কোম্পানিজ’ সম্প্রতি মানব সম্পদ ব্যবস্থাপনা এবং অনুকূল কর্মপরিবেশ সৃজনের জন্য “বেস্ট এমপ্লয়ার ব্র্যান্ড” হিসেবে পুরস্কৃত হয়েছে। সেরা নিয়োগকর্তা বা বেস্ট এমপ্লয়ার ব্র্যান্ড অ্যাওয়ার্ডস্’ আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি পুরস্কার – যা ওয়ার্ল্ড এইচআরডি কংগ্রেস এশিয়া অঞ্চলের সেসব প্রতিষ্ঠানকে দিয়ে থাকে, যাঁরা তাঁদের দৃষ্টিভঙ্গি ও মানবসম্পদ-কৌশল ব্যবসায়িক কার্যক্রমের সঙ্গে পারদর্শিতার মাধ্যমে সমন্বয় করে ভবিষ্যতের জন্য প্রস্তুত থাকার উদাহরণ সৃষ্টি করেছে। গত ৩১ জুলাই সিঙ্গাপুরের লা মেরিডিয়ান স্যানটোসায় ‘আমরা’কে এই পুরস্কার তুলে দেন ওয়ার্ল্ড সিএসআর ডে’র প্রতিষ্ঠাতা ও ওয়ার্ল্ড এইচআরডি কংগ্রেস-এর প্রকল্প পরিচালক ড. আর. এল ভাটিয়া। কোম্পানির পক্ষে পুরস্কার গ্রহণ করেন ‘আমরা’র দুইজন পরিচালক মিসেস সৈয়দা মুনিয়া আহমেদ ও মিসেস ফাহমিদা আহমেদ। “‘আমরা’র সহকর্মী – যাঁরা প্রতিষ্ঠানের প্রযুক্তি ও মানবসম্পদের ক্ষমতা-উন্নয়ন ক্ষেত্রে ক্রমাগত সাফল্য ও টেকসই অগ্রসরতা নিশ্চিত করতে নিবেদিত – তাঁদের পক্ষে এই পুরস্কার নিতে পেরে আমি গর্বিত” – বলেছেন ‘আমরা’র পরিচালক মিসেস সৈয়দা মুনিয়া আহমেদ। ‘এশিয়া’স বেস্ট এমপ্লয়ার ব্র্যান্ড অ্যাওয়ার্ডস্’-এর লক্ষ্য সেসব প্রতিষ্ঠানকে স্বীকৃতি দেওয়া – যাঁরা কার্যকরীভাবে প্রতিভাকে আকৃষ্ট করেছে, প্রতিভা লালন ও সৃজন করেছে এবং যাঁদের রয়েছে ব্যবসা-বান্ধব অনন্য মানবসম্পদ নীতি। “‘আমরা’তে সবসময়ই আমাদের প্রথম ও প্রধান লক্ষ্য – আমাদের কর্মীদের উন্নয়ন ও মঙ্গল। আমাদের এই প্রচেষ্টা আন্তর্জাতিক পর্যায়ে মূল্যায়িত ও স্বীকৃত হয়েছে। “আমরা” পরিবারের প্রতিটি সদস্যই এই গর্বের অংশীদার” – বলেছেন ‘আমরা’র পরিচালক মিসেস ফাহমিদা আহমেদ।