ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার, ২ দিনের এক সরকারি সফরের থাইল্যান্ডে যান। সেখানে চতুর্থ এশিয়া প্যাসিফিক ইনোভেশন ডেতে অংশ নেন। মন্ত্রী আগামী ৬-৭ জুন ব্যাংককে অনুষ্ঠিত সম্মেলনে উপলক্ষে আয়োজিত প্যানেল আলোচনায় অংশগ্রহণ করেন। তিনি অনুষ্ঠানে““How will innovative technology enable digital transformation in the Industry”বিষয়বস্তুর উপর বক্তব্য রাখেন। এছাড়া, তথ্য প্রযুক্তি খাতের উন্নয়ন ও ক্ষুদ্র বিনিয়োগকারী এবং উদ্যোক্তাদের সহায়তা বিষয়ক কর্ম অধিবেশনসহ বিভিন্ন অধিবেশনে অংশগ্রহণ করেন। তিনি এ উপলক্ষে আয়োজিত মন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশগ্রহণ করেন।মন্ত্রী আগামী ৭ জুন দেশে ফিরবেন। বিজ্ঞপ্তি।