ক্যারিয়ার

এসএসসি রেজাল্ট (ssc result 2018) দ্রুত জানার উপায়

By Baadshah

May 06, 2018

এসএসসির রেজাল্ট বের হতে দেরি নেই। সবাই এসএসসি রেজাল্ট জানার জন্য অপেক্ষায়। এসএসসি পরীক্ষার্থীদের অপেক্ষার প্রহর শেষ হচ্ছে আজ। আজ জানা যাবে রেজাল্ট। কি হয় এসএসসি রেজাল্ট সে উৎকণ্ঠা পরিক্ষার্থী ও ।অভিভাবকদের মুখে। সেই পরিশ্রমের ফলাফল জানা যাবে দুপুরের মধ্যেই। রোববার সকাল ১০টায় এসএসসি, সমমানের দাখিল ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত চূড়ান্ত পরীক্ষার ফলাফল প্রধানমন্ত্রীর হাতে তুলে দেবেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ। পরীক্ষার ফলাফল একযোগে শিক্ষাপ্রতিষ্ঠান, অনলাইন ও মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে জানা যাবে। দুপুর ২টা থেকে ইন্টারনেটে ওয়েবসাইট Education Board Results ভিজিট করে ফলাফল জানা যাবে। সাইটে গিয়ে রোল নাম্বার, Examination এবং বোর্ড select করে Submit Button এ ক্লিক করে ফলাফল সংগ্রহ করা যাবে।শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে রেজাল্ট জানতে প্রায় প্রতিবছর অতিরিক্ত ট্রাফিকের কারণে সার্ভার সংক্রান্ত সমস্যা হয়। তাই ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্ট জানতে কিছুটা বেশি সময় লাগতে পারে। তবে হাতের মুঠোয় থাকা মোবাইল ফোনটি দিয়ে এসএমএসের মাধ্যমে খুব সহজে ফলাফল জানা যাবে। এজন্য যে কোনও মোবাইল ফোন অপারেটর থেকে SSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে আবারও স্পেস দিয়ে ২০১৮ লিখে ১৬২২২ নাম্বারে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফলাফল জানানো হবে। বোর্ডের নামের প্রথম তিন ডিজিট হলো COM (কুমিল্লা), MAD (মাদ্রাসা), DHA (ঢাকা বোর্ড), RAJ (রাজশাহী), JES (যশোর), CHI (চট্টগ্রাম), BAR (বরিশাল), SYL (সিলেট), DIN (দিনাজপুর)।যেমন কেউ যশোর শিক্ষাবোর্ড থেকে XXXXXX রোল নাম্বার নিয়ে এসএসসি পরীক্ষা দিলে তার এসএমএসটি হবে SSC JES XXXXXX 2018।দাখিল পরীক্ষার ফলাফল জানতে DHAKIL লিখে স্পেস দিয়ে Mad স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৮ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে।