আসন্ন ইক্যাব নির্বাচনে আত্মপ্রকাশ করেছে ঐক্য প্যানেল। এখান থেকে নির্বাচন করছেন স্কুপ ইনফোটেক লিমিটেডে কর্ণধার আরিফ মোহাম্মদ আব্দুস শাকুর চৌধুরী। ইকমার্স, এফকমার্স সব ধরনের অনলাইন ব্যাবসায়িদের কথা বলার জায়গা হিসেবে ইক্যাবকে তৈরিতে প্রতিশ্রুতবদ্ধ তিনি। এর আগে মনোনয়নপত্র জমা দেয়ার পর তিনি বলেন, “আমি আধুনিক সদস্যবান্ধব ফোরাম করতে চাই ই-ক্যাবকে। যদি ভোটারেরা আস্থা রাখেন, প্রতিটি স্ট্যান্ডিং কমিটিতে আমি চেষ্টা করবো সংশ্লিষ্ট খাতের ব্যবসায়ীদের যুক্ত করতে। ” ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) চতুর্থ দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৮ জুন। নির্বাচনে কার্যনির্বাহী কমিটির ৯টি পরিচালক পদে চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন ৩১ জন প্রার্থী। এরই মধ্যে তিনটি প্যানেল গঠন করা হয়েছে। সদ্যগঠিত ঐক্য প্যানেলে আছেন প্রকৌশলী আব্দুল আজিজ (যাচাই ডট কম লিমিটেড), মোহাম্মদ সাজ্জাদুল ইসলাম (অংশীদার-ক্রাফটসম্যান সলুশন), মো. তাজুল ইসলাম (আই এক্সপ্রেস লিমিটেড), আরিফ মোহাম্মদ আব্দুস শাকুর চৌধুরী (স্কুপ ইনফোটেক লিমিটেড), মো. সেলিম শেখ (নূরতাজ ডট কম বিডি), সামদানি তাব্রীজ (র্যাপিডো ডেলিভারিস), ইঞ্জিনিয়ার তৌহিদা হায়দার রিমা (মেনসেন মিডিয়া), মো. আরিফুল ইসলাম ডিপেন (পরান বাজার) এবং ছোফায়েত মাহমুদ লিখন (কোরিয়ান মার্ট বিডি)।