TechJano

ওয়ার্ল্ড প্রেস ফটোতে বাংলাদেশের যে ছবি পেল পুরস্কার

পুরস্কারজয়ী ছবির নাম ‘ওয়াচ হাউস বার্ন’। ওয়ার্ল্ড প্রেস ফটোর ৬১তম আসরে ‘জেনারেল নিউজ’ বিভাগে তৃতীয় পুরস্কার জিতেছেন বাংলাদেশের মো. মাসফিকুর আখতার সোহান। গতকাল বৃহস্পতিবার পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করেছে নেদারল্যান্ডসভিত্তিক ওয়ার্ল্ড প্রেস ফটো ফাউন্ডেশন। ফটোসাংবাদিক মো. মাসফিকুর আখতার সোহান রোহিঙ্গা-সংশ্লিষ্ট একটি ছবির জন্য এই পুরস্কার জেতেন। তাঁর ‘ওয়াচ হাউস বার্ন’ শীর্ষক ছবিটিতে দেখা যায়, কক্সবাজারের একটি আশ্রয়শিবির থেকে মিয়ানমারে নিজেদের ঘরবাড়ি পুড়তে দেখছে রোহিঙ্গারা। গত বছরের ৯ সেপ্টেম্বর সেই দৃশ্য ক্যামেরায় ধারণ করেন মাসফিকুর আখতার। গত বছরের আগস্টের শেষের দিকে মিয়ানমার থেকে নতুন করে বাংলাদেশে পালিয়ে আসা শুরু করে রোহিঙ্গারা। ‘জেনারেল নিউজ’ বিভাগে প্রথম পুরস্কার পেয়েছেন অস্ট্রেলিয়ার প্যাট্রিক ব্রাউন এবং দ্বিতীয় পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্রের রিচার্ড সং-তাতারি।
ফটোসাংবাদিকতার সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্মাননা হলো ওয়ার্ল্ড প্রেস ফটো পুরস্কার। এবার বিশ্বের ৭৩ হাজার ৪৪টি ছবি জমা পড়ে। ১২৫টি দেশ থেকে ৪ হাজার ৫৪৮ জন ফটোসাংবাদিক এতে অংশ নেন। ভেনেজুয়েলার ফটোসাংবাদিক রোনালদো শিমিট জিতেছেন ‘ফটো অব দ্য ইয়ার’।

Exit mobile version