করপোরেট

ওয়ালটন জিএমথ্রি প্লাস মোবাইল সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে , দাম কত,কি সুবিধা?

By Baadshah

February 14, 2019

ওয়ালটন জিএমথ্রি প্লাস মোবাইল সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে, দাম ৮,৪৯৯ টাকা।৫.৩৪ ইঞ্চি ফুল ভিউ আইপিএস ডিসপ্লের জিএমথ্রি প্লাস মডেলের বিশেষ ফিচার এর ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। ফোরজি সমর্থিত ফোনটিতে ব্যবহার করা যাবে দুটি সিম।এই হ্যান্ডসেটে ব্যবহৃত হয়েছে ১.৩ গিগাহার্জের কোয়াড কোর প্রসেসর, ২ গিগাবাইট ডিডিআর৩ র‌্যাম এবং গ্রাফিক্স হিসেবে রয়েছে পাওয়ার ভিআর জিই৮১০০। এর ইন্টারন্যাল স্টোরেজ ১৬ গিগাবাইটের, যা ৬৪ জিবি এসডি কার্ড সাপোর্ট করবে। ফোনটির সামনে ও পেছনে রয়েছে যথাক্রমে এলইডি ফ্ল্যাশযুক্ত ৫ এবং ১৩ মেগাপিক্সেল ক্যামেরা। অ্যান্ড্রয়েড ওরিও ৮.১ পরিচালিত ফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ওটিজি রয়েছে। রয়েল ব্লু এবং গোল্ডেন রঙের ফোনটির দাম পড়বে ৮,৪৯৯ টাকা।

বিস্তারিত: : http://www.waltonbd.com/index.php?route=product/product&path=24_85&product_id=3158

সফটওয়্যার দেশীয় সফটওয়্যার নিয়ে কাজ করছে ওয়ালটন। ওয়ালটনের সফটওয়্যার বিভাগে বর্তমানে ৩০ জন প্রকৌশলী ও টেকনিশিয়ান কাজ করছেন। তারা বর্তমানে মোবাইল ফোনের সিস্টেম অ্যাপ এবং লঞ্চার তৈরি করছেন। এছাড়া ওয়ালটন ফোনের অন্যান্য সফটওয়্যার কাস্টমাইজের কাজ চলছে। কাজ চলছে মোবাইল রম সফটওয়্যার বিল্ট করার। এছাড়া পরিকল্পনায় আছে ওয়ালটনের নিজস্ব একটা ভার্সন তৈরি করার।