ক্যারিয়ার

ওয়েবসাইটে কনটেন্ট লেখার জন্য সহজ কিছু নিয়ম

By Baadshah

August 12, 2018

কনটেন্ট লিখে আয় করতে চান? বা নিজের ওয়েবসাইটে রাখতে চান। আপনার জন্য খুব সহজ কিছু নিয়ম আছে। নিয়মগুলো জেনে নিন:

– সম্ভাব্য গ্রাহকের জন্য লিখুন আপনার জন্য নয়

ওয়েবসাইট এর মালিক অধিকাংশ সময় বড় ভুল যেটি করে থাকেন তা হল কনটেন্ট নিজেদের জন্য লিখেন । যখন ভিজিটর কে আপনার প্রডাক্ট / সার্ভিস , কোম্পানি , উদ্দেশ্য সম্পর্কে জানানো দরকার তখন ভিজিটরের জন্য লিখুন ।

– জানুন আপনার সম্ভাব্য গ্রাহক কি চাই অবশই আপনার ওয়েবসাইট কনটেন্ট গ্রাহকের চাওয়া প্রতিধ্বনি করবে । গ্রাহক যখন পড়বে তখন যদি আপনার কথা ভিন্ন গ্রুপের জন্য মনে হয় সাথে সাথে আপনার ওয়েবসাইট থেকে বের হয়ে আসবে ।

– যতটুকু দরকার তততুকু লিখুন

মানুষ বলবে আপনার কনটেন্ট সংক্ষিপ্ত , সু মিষ্ট , ঠিক হওয়া উচিৎ । আসলে যতটুকু দরকার তার কম বা বেশী কোন টাই যেন না হয় ।

– ফিচার এর পূর্বে লাভের উপর ফোকাস দিন

আকর্ষণীয় কনটেন্ট লিখার আরেকটি টিপস হচ্ছে আপনার প্রডাক্ট / সার্ভিস এর ফিচার আগে না লিখে ভিজিটরের কি লাভ সেটা লিখুন ।

– আপনার কন্টেন্টে গল্প বলুন

আপনার ওয়েবসাইট কনটেন্ট আবেদন ময়ি হতে হবে বিরক্তিকর নয় । কনটেন্ট এর মাধ্যমে গল্প বলাটা বিনোদন এবং তথ্য পূর্ণ হতে পারে ।

– তাড়া দিতে হবে

যখন ভিজিটর আপনার কনটেন্ট পড়বে তখন যেন পরবর্তী পদক্ষেপ ( ক্রয় ) নিতে উৎসাহিত হয় । যেমন “Buy Now,” “Act Fast,” এবং “Get It Today” সাথে সাথে স্টেপ নিতে উৎসাহিত করে থাকে

– প্ররোচক হন

আকর্ষণীয় ওয়েবসাইট কনটেন্ট লিখার আরেকটি টিপস হল একটিভ ভয়েসে লিখা । অতীত কাল বা পেসিভ ভয়েসে লিখা ভিজিটর কে ক্রয় করতে উৎসাহিত করে না বা তাড়া দেয় না ।

– হেল্পফুল ওয়েবসাইট কনটেন্ট লিখুন

এমন কিছু লিখুন যাতে ভিজিটর এর কোন কাজ হাসিল হয় ।

– Call-to-Action ( “Buy Now,” “Act Fast,” এবং “Get It Today” ) ব্যাবহার করুন ।

Call-to-Action নিঃসন্দেহে আপনার ওয়েবসাইট এর গুরুত্বপূর্ণ অংশ । যদিও উপরের সব টিপস প্রয়োগ করেন এবং Call-to-Action কাজে না লাগান তাহলে আপনার ভিজিটর কে গ্রাহক বানানো কঠিন হয়ে দাঁড়াবে ।

– ইডিট , ইডিট , ইডিট এবং আরেক টু বেশী কিছু

প্রথম ওয়েবসাইট কনটেন্ট ফাইনাল কনটেন্ট নয় । সর্বদা প্রুফ রিড করুন এবং ইডিট করুন ।

একাধিক বার করতে থাকুন ।

লেখকঃ শামসুল আলম রাজ CEO & Digital Branding Specialist BD Growth Hacker Marketing

ফেসবুক বিজনেস পেজের নতুন আপডেট, জেনে নিন বিস্তারিত