TechJano

ওয়েবসাইটে কনটেন্ট লেখার জন্য সহজ কিছু নিয়ম

কনটেন্ট লিখে আয় করতে চান? বা নিজের ওয়েবসাইটে রাখতে চান। আপনার জন্য খুব সহজ কিছু নিয়ম আছে। নিয়মগুলো জেনে নিন:

– সম্ভাব্য গ্রাহকের জন্য লিখুন আপনার জন্য নয়

ওয়েবসাইট এর মালিক অধিকাংশ সময় বড় ভুল যেটি করে থাকেন তা হল কনটেন্ট নিজেদের জন্য লিখেন । যখন ভিজিটর কে আপনার প্রডাক্ট / সার্ভিস , কোম্পানি , উদ্দেশ্য সম্পর্কে জানানো দরকার
তখন ভিজিটরের জন্য লিখুন ।

– জানুন আপনার সম্ভাব্য গ্রাহক কি চাই
অবশই আপনার ওয়েবসাইট কনটেন্ট গ্রাহকের চাওয়া প্রতিধ্বনি করবে । গ্রাহক যখন পড়বে তখন যদি আপনার কথা ভিন্ন গ্রুপের জন্য মনে হয় সাথে সাথে আপনার ওয়েবসাইট থেকে বের হয়ে আসবে ।

– যতটুকু দরকার তততুকু লিখুন

মানুষ বলবে আপনার কনটেন্ট সংক্ষিপ্ত , সু মিষ্ট , ঠিক হওয়া উচিৎ । আসলে যতটুকু দরকার তার কম বা বেশী কোন টাই যেন না হয় ।

– ফিচার এর পূর্বে লাভের উপর ফোকাস দিন

আকর্ষণীয় কনটেন্ট লিখার আরেকটি টিপস হচ্ছে আপনার প্রডাক্ট / সার্ভিস এর ফিচার আগে না লিখে
ভিজিটরের কি লাভ সেটা লিখুন ।

– আপনার কন্টেন্টে গল্প বলুন

আপনার ওয়েবসাইট কনটেন্ট আবেদন ময়ি হতে হবে বিরক্তিকর নয় । কনটেন্ট এর মাধ্যমে গল্প বলাটা বিনোদন এবং তথ্য পূর্ণ হতে পারে ।

– তাড়া দিতে হবে

যখন ভিজিটর আপনার কনটেন্ট পড়বে তখন যেন পরবর্তী পদক্ষেপ ( ক্রয় ) নিতে উৎসাহিত হয় ।
যেমন “Buy Now,” “Act Fast,” এবং “Get It Today” সাথে সাথে স্টেপ নিতে উৎসাহিত করে থাকে

– প্ররোচক হন

আকর্ষণীয় ওয়েবসাইট কনটেন্ট লিখার আরেকটি টিপস হল একটিভ ভয়েসে লিখা । অতীত কাল বা পেসিভ ভয়েসে লিখা ভিজিটর কে ক্রয় করতে উৎসাহিত করে না বা তাড়া দেয় না ।

– হেল্পফুল ওয়েবসাইট কনটেন্ট লিখুন

এমন কিছু লিখুন যাতে ভিজিটর এর কোন কাজ হাসিল হয় ।

– Call-to-Action ( “Buy Now,” “Act Fast,” এবং “Get It Today” ) ব্যাবহার করুন ।

Call-to-Action নিঃসন্দেহে আপনার ওয়েবসাইট এর গুরুত্বপূর্ণ অংশ । যদিও উপরের সব টিপস প্রয়োগ করেন এবং Call-to-Action কাজে না লাগান তাহলে আপনার ভিজিটর কে গ্রাহক বানানো কঠিন হয়ে দাঁড়াবে ।

– ইডিট , ইডিট , ইডিট এবং আরেক টু বেশী কিছু

প্রথম ওয়েবসাইট কনটেন্ট ফাইনাল কনটেন্ট নয় । সর্বদা প্রুফ রিড করুন এবং ইডিট করুন ।

একাধিক বার করতে থাকুন ।

লেখকঃ শামসুল আলম রাজ
CEO & Digital Branding Specialist
BD Growth Hacker Marketing

ফেসবুক বিজনেস পেজের নতুন আপডেট, জেনে নিন বিস্তারিত

Exit mobile version