ক্যারিয়ার

ওয়েব ডিজাইনারদের জন্য দরকারি ১০ টিপস

By Baadshah

June 03, 2018

ওয়েব ডিজাইনে নতুন এসেছেন? আপনার অনেক কিছু জানা বোঝার বাকি। আপনাকে প্রতিনিয়ত শেখার মানসিকতা নিয়ে এগোতে হবে। জানতে হবে কমন কিছু প্রশ্নের উত্তর। ওয়েব ডিজাইনের অ আ ক খ বলতে যা বোঝায় সেই এইচটিএমএল, সিএসএসের বেসিক সব জানতে হবে। নতুনদের জন্য কয়েকটি টিপস:

১। প্রতিনিয়ত বিভিন্ন ওয়েবসাইট ভিজিট করুন । ওয়েবসাইটগুলোর ডিজাইন লক্ষ্য করুন । কোন জায়গায় কোন পেজে কেমন ডিজাইন করেছে তা লক্ষ্য করুন । ওয়েবসাইট ডিজাইনের জন্যে একটা শৈল্পিক চিন্তা করুন ।

২। Themeforest এর মতন সাইটগুলোতে ভিজিট করুন । সেখানে নিত্য নতুন থিম আপলোড হয় । থিমগুলোর ডিজাইন লক্ষ্য করুন । এবং কোন ভাষা ব্যবহার করা হয়েছে ডিজাইনের জন্যে তার ইনফো পড়ুন । ক্রেতাদের রিভিউ পড়ুন । ওখানে অনেকে নিজেদের মতামত দেয় ।তা থেকে বুঝতে পারবেন আপনার কেমন ডিজাইন করা উচিত ।

৩। ইউটিউবে ওয়েব ডিজাইন রিলেটেড ভিডিও লক্ষ্য করুন ।

৪। ফেসবুক , টুইটার , লিঙ্কডইন এর মতন সাইটগুলোতে প্রফেশানাল ওয়েব ডিজাইনদের সাথে যুক্ত থাকুন ।

৫। সব সময় নিজেকে আপডেট রাখুন ওয়েব ডিজাইনে ।

৬ । ওয়েবনিয়ারে অংশ নেন । চেষ্টা করুন ওয়েব ডিজাইন বিষয়ক মিটআপে অংশ নেয়ায় । ডিজাইনদের সাথে আলোচনা করুন ।

৭। ওয়েবসাইট ডিজাইনে সমস্যাগুলো ইউটিউব থেকে জানার চেষ্টা করুন । সমস্যাগুলোর সমাধান নিজে করুন ।

৮। ইউজার ফ্রেন্ডলি ডিজাইনে গুরুত্ব দিন । যাতে ব্যবহারকারী আপনার ডিজাইন পছন্দ করে ।

৯। টেক ফোরামগুলোতে থাকার চেষ্টা করুন । https://www.quora.com/ এর মতন প্রশ্ন – উত্তরের ওয়েবসাইটগুলোতে অন্যদের প্রশ্ন – উত্তর লক্ষ্য করুন।

১০ । Udemy এর মতন ওয়েব অনলাইন লার্নিং সাইটগুলোর টপিকের প্রতি লক্ষ্য করুন । অনেকে নতুন বিষয় কোর্স নিয়ে ওখানে হাজির হয়।

অ্যামাজন থেকে আয় করতে চান? অ্যামাজন এফবিএ থেকে যেভাবে আয় করবেন

লেখক: নাজমুল হাসান মজুমদার, তথ্যপ্রযুক্তি লেখক।