TechJano

ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে টাকা পাঠানো যাবে নগদে

বাংলাদেশ ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদে এখন থেকে বিশ্বের অন্যতম সেরা মানি ট্রান্সফার প্রতিষ্ঠান ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে সরাসরি টাকা পাঠানো যাবে। এ জন্য দেশের শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংক ট্রাস্ট ব্যাংকের সাথে পার্টনারশিপ করেছে নগদ। ফলে প্রবাসী বাংলাদেশিরা তাদের কষ্টার্জিত অর্থ সরাসরি দেশে পরিবারের নগদ ওয়ালেটে পাঠাতে পারবেন।

সম্প্রতি নগদ কার্যালয়ে নগদের প্রশাসক মুহম্মদ বদিউজ্জামান দিদার, ট্রাস্ট ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মাসুদ শাহজাহান ও ওয়েস্টার্ন ইউনিয়নের দক্ষিণ এশিয়ার রিজিয়নাল অপারেশন্স ম্যানেজার শিহাব হাসান এ বিষয়ে চুক্তি হস্তান্তর করেন।

নগদের নিবন্ধিত গ্রাহকেরা এখন যেকোনো সময়ে, যেকোনো জায়গা থেকে ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে তাদের রেমিটেন্স নগদ ওয়ালেটে গ্রহণ করতে পারবেন। পৃথিবীর বেশিরভাগ শীর্ষ মানি ট্রান্সফার প্রতিষ্ঠানের সাথে কাজ করছে নগদ। এসব মাধ্যমে নগদ ওয়ালেটে আসা রেমিটেন্সের ওপরে বাংলাদেশ সরকারের ঘোষিত প্রতি এক হাজারে ২৫ টাকা প্রণোদনা তো থাকছেই।

বাংলাদেশ ব্যাংকের অনুমোদনক্রমে রেমিটেন্স সেবা প্রদানের শুরু থেকে নগদ প্রবাসীদের কষ্টার্জিত আয় পৌঁছে দিচ্ছে তাদের স্বজনদের হাতের মুঠোয়। এ ক্ষেত্রে নগদ হয়ে উঠেছে প্রবাসীদের আস্থা ও ভরসার প্রতিষ্ঠান। ইতিমধ্যে প্রতিষ্ঠানটি প্রতিদিন বিপুল পরিমাণে রেমিটেন্স সেবা প্রদান করছে।

এবার ওয়েস্টার্ন ইউনিয়নের মতো বিখ্যাত প্রতিষ্ঠান এবং তাদের বিশ্বব্যাপী বিস্তৃত নেটওয়ার্কের কারণে এই সেবা নতুন উচ্চতায় পৌঁছাবে বলে বিশ্বাস করে নগদ। যার কারণে গ্রাহকেরা আরও দ্রুত এবং আরও স্বাচ্ছন্দ্যে রেমিটেন্স বুঝে পাবেন। সারা পৃথিবীর প্রায় সব দেশ থেকে প্রবাসীরা তার পরিবারে এই পদ্ধতিতে রেমিটেন্স পাঠাতে পারবেন।

ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে রেমিটেন্স সেবা চালু করা প্রসঙ্গে নগদের প্রশাসক মুহম্মদ বদিউজ্জামান দিদার বলেন, ‘যাত্রা শুরু করার পর থেকে নগদ দেশের সব মানুষের জীবন সহজ করার জন্য কাজ করে যাচ্ছে। এখন সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা প্রবাসী বাংলাদেশিরা তাদের কঠোর পরিশ্রমে আয় করা অর্থ আরও সহজে নিজের পরিবার বা স্বজনদের কাছে পাঠাতে পারবেন।

এই প্রক্রিয়াটি আরও দ্রুত ও সহজ হচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়নের বিস্তৃত ও বিশ্বস্ত নেটওয়ার্কের কারণে। এই ধরনের পার্টনারশিপ করতে পেরে আমরা খুবই উচ্ছ্বসিত।’

Exit mobile version