TechJano

কত দাম হবে ৪৮ মেগাপিক্সেলের শাওমি ফোনের?

ক্যামেরায় ৪৮ মেগাপিক্সেল ভাবা যায়! নকয়িার রেকর্ড ভঙেে জানুয়ারিতে আসতে পারে Snapdragon 675 processor এর নতুন ফোন। জনপ্রিয় শাওমির ৪৮ মেগাপিক্সেলের ক্যামেরা ফোনটির কথা আলোচনা করেছেন মানু কুমার জেইন, যিনি শাওমি ইন্ডিয়ার হেড। জানুয়ারিতে ফ্ল্যাগশিপ ফোন হিসেবে এটি বাজারে আসলেও দাম হবে হাতের নাগালেই।
চলতি বছরের শুরুতে ফোনের ক‍্যামেরার উন্নয়নে আলাদা একটি বিভাগও চালু করেছে চীনা অ্যাপল খ্যাত প্রতিষ্ঠানটি। এত দিনের গবেষণার ফল আসতে শুরু করেছে। স্মার্টফোনে ক্যামেরা নিয়ে আগামী বছর চমক দেখাতে যাচ্ছে ব্র্যান্ডটি।আগামী জানুয়ারিতে শাওমি আনতে যাচ্ছে ৪৮ মেগাপিক্সেল ক‍্যামেরা সমৃদ্ধ ফোন। সামাজিক যোগাযোগ মাধ‍্যম উইবোতে শাওমির সহপ্রতিষ্ঠাতা এবং সভাপতি লিন বিনের এক পোস্টে নতুন ক‍্যামেরার এ ফোনের ইঙ্গিত পাওয়া যায়।লিন বিন একটি ফোনের পেছনের অংশের ছবি উইবোতে শেয়ার করেন।
এতে দেখা যায়, ফোনের ক‍্যামরা ও ফ্ল‍্যাশের নিচে লেখা রয়েছে ’48MP camera’। এ ছবি থেকে ধারনা করা হচ্ছে, শাওমির পরবর্তী কোন এক মেগা ফোনে ৪৮ মেগাপিক্সেল ক‍্যামেরা পাওয়া যাবে।
সংশ্লিষ্টদের মতে, ক‍্যামেরায় থাকবে সনির আইএমএক্স৫৮৬ সেন্সর। ডিভাইসটির নাম কি হবে কিংবা কনফিগারেশন কেমন হবে সে সম্পর্কে কোনো তথ‍্য জানা যায়নি।বেশি মেগাপিক্সেলের ক‍্যামেরার ফোন বাজারে আনা নতুন কোনো ঘটনা নয়। ইতোমধ‍্যে হুয়াওয়ে পি২০ প্রো ও মোট ২০ প্রো ডিভাইসে ৪০ মেগাপিক্সেল ক‍্যামেরা ব‍্যবহার করা হয়েছে।এ ছাড়া কয়েক বছর আগে নকিয়া ৮০৮ পিউরভিউ ফোনে ৪১ মেগাপিক্সেল ক‍্যামেরা দেখা যায়।

শাওমি ফোনের দাম কমে গেছে, কোন ফোনের কত দাম?

Exit mobile version