TechJano

কত শিল পড়ল, দেখুন

কুষ্টিয়া, মেহেরপুর, কুমারখালি, লালমনিরহাটসহ বিভিন্ন অঞ্চলে ব্যাপক শিলাবৃষ্টি হয়েছে। লালমনিরহাটের দুই উপজেলায় শিলাবৃষ্টিতে ফসলি জমিসহ ঘর-বাড়ি ও গাছপালার ব্যাপক ক্ষতি হয়েছে।শুক্রবার সকাল সাড়ে ১০টা থেকে ৩০মিনিট স্থায়ী শিলাবৃষ্টিতে হাতীবান্ধা-পাটগ্রাম উপজেলার বিভিন্ন এলাকায় কয়েক হাজার ঘর-বাড়িসহ গাছপালা, ভুট্টা ও ইরি-বোরো ক্ষেতের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

আবার সন্ধ্যায় কালবৈশাখী সহ ব্যাপক ঝড় হয় দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে। শুক্রবার কালবৈশাখী ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে অন্তত চারজন নিহত হয়েছে। তাদের মধ্যে দিনাজপুর ও মাগুরায় শিলার আঘাতে দুজন এবং সিলেটে টিনের চাল পড়ে এক নারী ও পানিতে পড়ে এক শিশুর (১৬ মাস) মৃত্যু হয়েছে। বিভিন্ন স্থানে শতাধিক নারী, পুরুষ ও শিশু আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। ঝড়ে লণ্ডভণ্ড হয়েছে টিনের ঘরবাড়ি, ভেঙে গেছে গাছপালা, বিচ্ছিন্ন হয়েছে বিদ্যুৎ সংযোগ। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে উত্তরাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলের জেলাগুলোতে।

Exit mobile version