TechJano

কবে এবং কি ফিচার নিয়ে আসছে শাওমির গেইমিং ল্যাপটপ?

চীনের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান শাওমি নতুন একটি গেইমিং ল্যাপটপ আনছে। ৩ আগষ্ট চীনের সাংহাই শহরের চায়নাজয় ডিজিটাল ইন্টারটেনমেন্ট এক্সপো অনুষ্ঠিত হবে। সেখানেই প্রতিষ্ঠানটি ঘোষণা দেবে নতুন গেইমিং ল্যাপটপের।

ইতোমধ্যে ডিভাইসটি নিয়ে টিজার ছবি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। এই ল্যাপটপে থাকতে পারে অষ্টম জেনারেশনের ইন্টেল কোর আই৭ প্রসেসর। গ্রাফিক্স সুবিধা দিকে থাকতে পারে এনভিডিয়া জিপিইউ। তবে শাওমি অফিসিয়ালভাবে কনফিগারেশন সম্পর্কে কোন তথ্য জানায়নি।টিজারের ছবিতে দেখা যায়, উপরে দুই পাশে এমআই ও ইন্টেলের লোগো।

নীল রঙের আলোর সাহায্যে বুঝানো হচ্ছে কোন চমক আসছে। এছাড়া চায়না ভাষায় লেখা আছে, অপেক্ষা করুণ। শুধু খেলার জন্য চমক আসছে।এর আগে শাওমি প্রথম গেইমটিং ল্যাপটপে ছিল সপ্তম জেনারেশন ইন্টেল কোরআই৭ প্রসেসর, জিটিএক্স ১০৬০ গ্রাফিক্স কার্ড, ১৬ গিগাবাইট র‍্যাম এবং ২৫৬ এসএসডি।

ধারণা করা হচ্ছে, নতুন ল্যাপটপ পূর্বের সংস্করন থেকে আরো বেশি শক্তিশালী হবে।

Exit mobile version