সাইবার নিরাপত্তা প্রশিক্ষণ থাকলে আপনার চাহিদা বাড়বে। নানা কাজ পাবেন। এখন সাইবার বিশেষজ্ঞদের স্বর্ণযুগ চলছে। সাইবার নিরাপত্তা বিষয়ক ৬০ ঘণ্টার প্রফেশনাল কোর্সে ৫০% ছাড় দিচ্ছে প্রযুক্তি সেবাদাতা প্রতিষ্ঠান সাইবার প্যারাডাইজ। কোর্স শুরু হবে আগামী ১৩ জুলাই থেকে। প্রতি শুক্র-শনিবার যথাক্রমে সকাল-বিকাল ক্লাস হবে সপ্তাহে ১০ ঘণ্টা।
পেশাদার সাইবার নিরাপত্তা প্রকৌশলীরা এতে ক্লাস নেবেন। ‘সার্টিফিকেশন অব সাইবারক্রাইম প্রোটেকশন-সিসিপি’ শীর্ষক কোর্সে এথিকাল হ্যাকিং, নেটওয়ার্ক সিকিউরিটি, বাণিজ্যিক প্রতিষ্ঠানের সাইবার সিকিউরিটি, ওয়েবসাইট-ইমেইল হ্যাকিং-সিকিউরিটি, অ্যাডভান্স এসকিউএল ইনজেকশন, ডিজিটাল ফরেনসিকসহ ২০টি বিষয় থাকছে।
কোর্সের নিয়মিত ফি ৩০ হাজার টাকা। সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস (সিসিএ) ফাউন্ডেশনের চ্যাম্পিয়ন সদস্য হয়ে ৫০% ছাড়ে ১৫ হাজার টাকায় ভর্তি হওয়া যাবে। বিস্তারিত: ccabd.org ফোন: ০১৯৫৭৬১৬২৬৩